shono
Advertisement

আয়কর ফাঁকি, চিট ফান্ড যোগসূত্রতার দায়ে এবার সিপিএম

অভিযোগ এই পাঁচজন দীর্ঘদিন ধরে শুধু আয়কর দেননি তাই নয়, দীর্ঘ দিন ধরে ভুল তথ্য সরবরাহ করেছেন The post আয়কর ফাঁকি, চিট ফান্ড যোগসূত্রতার দায়ে এবার সিপিএম appeared first on Sangbad Pratidin.
Posted: 02:49 PM May 26, 2016Updated: 09:19 AM May 26, 2016

নিজস্ব সংবাদদাতা: কর ফাঁকি দেওয়ার অভিযোগে আয়কর দফতরের নোটিস এবার শাসক দলের দুই মন্ত্রী এবং তিন বিধায়ককে৷ সমাজকল্যাণ মন্ত্রী বিজিতা নাথ, বনমন্ত্রী নরেশ জমাতিয়া, বিধায়ক কেশব দেববর্মার মতো প্রভাবশালী সিপিএম নেতার এই নোটিস পাওয়ার খবরে রীতিমতো বিরোধীদের আক্রমণের মুখে দল৷ বনমন্ত্রী নরেশ জমাতিয়া এই খবর মেনেও নিয়েছেন৷ আয়কর দফতর উত্তর-পূর্বাঞ্চলের শাখায় এই পাঁচজনকে তলব করেছে৷ ইতিমধ্যেই কেশব দেববর্মা গুয়াহাটিতে আয়কর আধিকারিকদের সঙ্গে দেখাও করেছেন৷

Advertisement

অভিযোগ এই পাঁচজন দীর্ঘদিন ধরে শুধু আয়কর দেননি তাই নয়, দীর্ঘ দিন ধরে ভুল তথ্য সরবরাহ করেছেন৷ আবার মন্ত্রী বিজিতা নাথের বিরু‌দ্ধে অভিযোগ, তিনি রোজভ্যালির এজেন্ট ছিলেন৷ রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখাও গিয়েছিল৷
এই পাঁচজনকে নির্দিষ্ট সময়ে দফতরে হাজির হয়ে উত্তর দিতে হবে৷ তাতে আয়কর দফতর সন্তুষ্ট না হলে তাঁদের বাড়িতে তল্লাশি চালানো হতে পারে৷

The post আয়কর ফাঁকি, চিট ফান্ড যোগসূত্রতার দায়ে এবার সিপিএম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement