সোমনাথ রায়, নয়াদিল্লি: এবার দিল্লির ডিএ ধরনামঞ্চে হাজির সিপিএম নেতা। কলকাতার পর দেশের রাজধানীতেও পৌঁছে গিয়েছে ডিএ আন্দোলনের ঝাঁজ। সোমবার থেকে যন্তরমন্তরে ধরনায় বসেছেন তাঁরা। কথা রয়েছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করারও। এদিন সংগ্রামী যৌথমঞ্চের পাশে দাঁড়ালেন সিপিএম নেতা হান্নান মোল্লাও। তাঁর পরামর্শ, “কৃষকদের মতো মোর্চা গড়ে দাবি আদায়ের আন্দোলন করুন। সফল হবেন।”
সংগ্রামী যৌথ মঞ্চের প্রায় সাড়ে পাঁচশো রাজ্য সরকারী কর্মচারী দিল্লি গিয়েছেন। সোম ও মঙ্গলবার যন্তরমন্তরে চলবে তাঁদের ধরনা। আন্দোলনকারীদের দাবি, ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের দপ্তর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বলা হয়েছে, প্রাথমিকভাবে দু’জনই দেখা করতে রাজি। তবে কবে ও কখন হবে সেই সাক্ষাত, তা এখনও স্পষ্ট নয়।
[আরও পড়ুন: বউবাজার পার করে এসপ্ল্যানেডে থামল সফর, গঙ্গার নিচ দিয়ে ছোটানো গেল না মেট্রো]
এদিকে এদিন সকালে ধরনামঞ্চে হাজির হন কৃষক নেতা তথা সিপিএম নেতা হান্নান মোল্লা। আন্দোলনকারীদের পাশে দাঁড়ান তিনি। বার্তা দেন জোট বেঁধে লড়াই করার। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্য়ায় আসল চরিত্র সকলের জানা উচিত। তিনি আদপে ফ্যাসিস্ট। কর্মচারী বিরোধী। সে কথা দেশের কাছে তুলে ধরা দরকার। এই সরকারি কর্মচারীদের আন্দোলন সেটাই করছে।” এদিকে যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, “দিল্লি থেকে দেশের মানুষের কাছে বঞ্চনার কথা পৌঁছে দিতেই এথানে এসেছি। আদালত তো আলোচনায় বসতে বলেছে সেটাই ভাল বরং।”
মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে রয়েছে ডিএ মামলার শুনানি। তার আগে রাজ্যের উত্তেজনার আঁচে উত্তপ্ত হচ্ছে রাজধানীও।