সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই শিরোনামে ঘোষ বনাম ঘোষ। অর্থাৎ কুণাল ঘোষ ও শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। আক্রমণ পালটা আক্রমণের পর জন গড়িয়েছে আইনি নোটিস পর্যন্ত। অবশেষে প্রকাশ্যে নিজের ‘টেস্টটিউব বেবি’ মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন বামনেতা শতরূপ ঘোষ। তবে তাঁর কথায়, “কুণাল ঘোষকে যা বলেছি ঠিক বলেছি। শুধু টেস্টটিউব বেবি কথাটা বলা উচিত হয়নি।”
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। বাম নেতা শতরূপ ঘোষের গাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রশ্ন তুলেছিলেন, ২০২১ সালে নির্বাচনী হলফনামায় যেখানে মাত্র ২ লক্ষ টাকা সম্পত্তি দেখিয়েছিলেন শতরূপ, সেখানে ২০২৩ সালে কীভাবে ২২ লাখি গাড়ির মালিক হলেন তিনি। জবাবও দেন শতরূপ। গাড়ির রহস্যভেদ করতে বেশ কিছু নথি দেখান। দাবি করেন, গাড়িটি তাঁর বাবা শিবনাথ ঘোষের টাকায় কেনা। এরপরই কুণাল ঘোষকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেন শতরূপ। বলেন, “আমার বাবা আছে। সবার বাবা থাকে। তাঁরা গিফটও দেন। আশা করি কুণালবাবুরও ছিলেন, যদি না উনি টেস্ট টিউব বেবি হয়ে থাকেন।”
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সতর্কতা সত্ত্বেও রামনবমীতে এড়ানো গেল না বিশৃঙ্খলা, হাওড়ায় ব্যাপক অশান্তি]
এই মন্তব্যের জেরেই বৃহস্পতিবার কুণাল ঘোষের আইনজীবী আইনি নোটিস পাঠান শতরূপ ঘোষ, বিমান বসু, মহম্মদ সেলিমদের। ৭২ ঘণ্টার মধ্যে সকলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করা হয়। অন্যথায় সিভিল/ ক্রিমিনাল আইনমত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। আইনি নোটিসের কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় টেস্টটিউব বেবি মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন শতরূপ। তিনি বলেন, “কুণাল ঘোষকে যা যা বলেছি সব ঠিক। কিন্তু টেস্টটিউব বেবি কথাটা আমার বলা উচিত হয়নি। ওটা অবৈজ্ঞানিক কথা।” শতরূপের কথায়, বাবা ও বিয়ে নিয়ে আক্রমণের জেরে নিজেকে সামলাতে পারেননি তিনি। সেই কারণেই এহেন মন্তব্য।