shono
Advertisement

Breaking News

হলদিয়ার পর পাঁশকুড়ার সমবায় সমিতিও বামেদের দখলে, কোলাঘাটে জয়ী তৃণমূল

জয় পেয়ে আনন্দিত দুই দলের সমর্থকরাই।
Posted: 07:15 PM Mar 26, 2023Updated: 08:40 PM Mar 26, 2023

সৈকত মাইতি, তমলুক: সমবায় সমিতির নির্বাচনে বিরোধী জোটকে পরাস্ত করে কোলাঘাটেও জয়ী তৃণমূল (TMC)।  অন্যদিকে পাঁশকুড়ার কেশাপাট গ্রাম পঞ্চায়েতের যশোড়া সমবায় সমিতির নির্বাচনে জয় পেল সিপিআইএম (CPM)। আনন্দে মাতলেন দুই দলের সমর্থকরাই।

Advertisement

মাস দুয়েক আগেই কোলাঘাটের দেউলিয়া সমবায় সমিতির নির্বাচনে ১২টির মধ্যে সবকটি আসনেই জয় ছিনিয়ে নিয়েছিলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এরপর একইভাবে কোলাঘাট ব্লকের ক্ষেত্রহাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি, ঝোকুরকুল সমবায় সমিতির নির্বাচনেও সবকটি আসনে জয়ী হয় তৃণমূল। এমন অবস্থায় এই কোলাঘাট ব্লকেরই কোলা ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশুরআলী সমবায় সমিতির নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। যার মোট আসন সংখ্যা ১২ টি এবং মোট ভোটার সংখ্যা ৪৬৭। এক্ষেত্রে ৩টি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল। এরপর বাকি ৯টি আসনে এদিন সকাল দশটা থেকে এলাকার বিডিও অফিস সংলগ্ন পাইকপাড়ি প্রাথমিক বিদ্যালয়ে টানটান উত্তেজনার মধ্যে ভোট প্রক্রিয়া শুরু হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট পড়ে ৯০ শতাংশ। সেখানেই ভোটের ফলাফলে দেখা যায় বিরোধী সিপিএম ও বিজেপি সমর্থিত প্রার্থীরা কোনরকমে ১টি করে আসনে জয়ী হয়। এবং বাকি ৬টি আসনেই বিরোধীদের পরাস্ত করে জয়লাভ করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। একটি আসনে টানটান উত্তেজনায় ভোট শেষে অমীমাংসিত থাকে। পরে টসে জয়ী হয় শাসকদল। আর তাতেই আত্মহারা হয়ে সবুজ আবির মেখে উৎসবের মেজাজে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা।

[আরও পড়ুন: এনামুলের থেকে ৫ কোটি নিয়েছেন দেব, শ্রীকান্ত মোহতাও দুর্নীতিগ্রস্থ! তোপ হিরণের, পালটা দিলেন সায়নী]

এ বিষয়ে কোলাঘাট (Kolaghat) ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম মাঝি বলেন, “এখানে বাম এবং বিজেপি সমর্থিত প্রার্থীরা জোটবদ্ধভাবে আমাদের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল। কিন্তু তাদের এই অশুভ আঁতাতকে প্রত্যাখ্যান করে উন্নয়নের পক্ষেই রায় দিয়েছেন সাধারণ মানুষ। একের পর এক সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের এই সাফল্য আগামী পঞ্চায়েত নির্বাচনেও ভাল প্রভাব ফেলবে। যদিও এ বিষয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আবাস যোজনায় লাগামছাড়া দুর্নীতি শাসকদলকেই ক্ষমতা থেকে উৎখাত করবে। সমবায় নির্বাচনের এই ফলাফল কোনওভাবেই আগামী পঞ্চায়েত নির্বাচন-সহ অন্যান্য নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না। কারণ, এই নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছে কৌশলগতভাবে শাসকদল তাঁদের একই পরিবারের ভুয়ো ভোটারদের ঢুকিয়ে ক্ষমতা ধরে রাখতে চাইছে। কিন্তু মানুষের সমর্থন আমাদের সঙ্গেই রয়েছে।”

অন্যদিকে অবশ্য, পাঁশকুড়া ব্লকের অন্তর্গত কেশাপাট গ্রাম পঞ্চায়েতের যশোড়া সমবায় সমিতির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিপিআইএম জয়ী হয়েছে। এক্ষেত্রে মোট নটি আসনের মধ্যে সিপিআই (এম) ৫ টি এবং তৃণমূল সমর্থিত প্রার্থীরা ৪টি জয় লাভ করে।

[আরও পড়ুন: ‘কোটায় চাকরি হত না? তবে এরা কারা’, সোশ্যাল মিডিয়ায় পাঁচজনের নাম করে সুজনকে প্রশ্ন উদয়নের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার