সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুয়েক আগে লর্ডসে টেস্ট হেরেছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের খুব কাছে এসেও স্বপ্নভঙ্গ হয়েছে শুভমান গিলদের। ঠিক যেন একই অবস্থা ভারতের যুবদলের। ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ চার দিনের টেস্টে জেতার সুযোগ পেয়েও শেষে ড্র করল বৈভব সূর্যবংশীরা।
বেকেনহামে প্রথম যুব টেস্টে প্রথমে ব্যাট করে ভারতের অনূর্ধ্ব-১৯ দল করে ৫৪০ রান। অধিনায়ক আয়ুষ মাত্রে করে ১০২ রান। জবাবে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল অলআউট হয়ে যায় ৪৩৯ রান। ইংল্যান্ডের প্রাক্তন তারকা অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি করে ৯৩ রান। ভারতের হেনিল প্যাটেল তোলে ৩ উইকেট। বৈভব সূর্যবংশীও রেকর্ড গড়ে একটি উইকেট পায়।
দ্বিতীয় ইনিংসে ভারত করে ২৪৮ রান। প্রথম ইনিংসে মাত্র ১৪ রানে আউট হলেও এই ইনিংসে বৈভবের ব্যাট চলে। মাত্র ৪৪ বলে ৫৬ রান করে ১৪ বছর বয়সি প্রতিভা। ভিহান মালহোত্রা করে ৬৩ রান। ইংল্যান্ডের আরেক প্রাক্তন তারকা ও অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ৬টি উইকেট তোলে। শেষ ইনিংসে ইংল্যান্ডের জন্য ৩৫০ রানের বিরাট লক্ষ্য ছিল। শুরুটা খারাপ হয়নি ভারতীয় বোলিংয়ের। ৬২ রানের মধ্যে ইংল্যান্ডের তিনটি উইকেটও পড়ে যায়।
কিন্তু সেখান থেকে ভারতের হাত থেকে ম্যাচ নিয়ে চলে যায় ইংল্যান্ডের অধিনায়ক হামজা শেখ। ১১২ রান করে সে। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৭০ রান করে ইংল্যান্ড। ম্যাচ ড্র হয়। উল্লেখ্য, লর্ডস টেস্টে শুভমানদের জয়ের জন্য দরকার ছিল ১৯৩ রান। কিন্তু জোফ্রা আর্চার, বেন স্টোকস, শোয়েব বসিরদের বোলিংয়ের সামনে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। জাদেজা-সিরাজদের লড়াই সত্ত্বেও চাপ ধরে রাখতে পারেনি ভারতের ব্যাটাররা। ঠিক যেন একইভাবে দ্রুত ইংল্যান্ডের তিনটে উইকেট ফেলে দিয়েও ম্যাচ জেতা হল না ভারতের ছোটদের।
