shono
Advertisement

Breaking News

RCB vs CSK

চিন্নাস্বামীতে ধোনি-কোহলি দ্বৈরথ, মাঠে ঢোকার পরিকল্পনা ফাঁস ভক্তের

পুলিশ-নিরাপত্তারক্ষীদের সতর্ক করা হচ্ছে।
Published By: Krishanu MazumderPosted: 01:38 PM May 17, 2024Updated: 02:09 PM May 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনি সন্ধ্যায় চিন্নাস্বামী স্টেডিয়ামে মরণবাঁচন ম্যাচে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও চেন্নাই সুপার কিংস (CSK)। সেই ম্যাচের দিকে তাকিয়ে সবাই (RCB vs CSK)। চতুর্থ দল হিসেবে প্লে অফে পৌঁছবে কে? কৌতূহলী ক্রিকেটপ্রেমীরা।
সেই ম্যাচের আগে এক ভক্ত মাঠের ঢুকে দৌড়নোর পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনা তিনি জানিয়েছেন সোশাল মিডিয়ায়। তার পরে অনেকেই নিরাপত্তার জন্য বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করেছে সেই পোস্ট। মাঠে কীভাবে ঢুকবেন, সেই পরিকল্পনার কথা জানিয়েছেন ভক্তটি। তাঁর বক্তব্য অনুযায়ী, চিন্নাস্বামী স্টেডিয়ামে দুটো জায়গা ছাড়া বাকি সবদিকেই কাঁটাতারের ফেন্সিং থাকে। 

Advertisement

[আরও পড়ুন: ব্যাটিং উপভোগ করছে ভামিকা! কন্যা সম্পর্কে বড় আপডেট কোহলির]


কেবল দুটি দলের ডাগ আউটের পিছনে যে ব্লক রয়েছে, সেখানে ফেন্সিং নেই। আরও ওই দুটো ব্লক থেকে মাঠে ঢোকা অপেক্ষাকৃত সহজ। চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচে ওই একটি ব্লকের টিকিট ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন সেই ভক্ত। ম্যাচের দিন পুলিশ-নিরাপত্তারক্ষীদের বোকা বানিয়ে মাঠে ঢুকতে পারেন সেই ভক্ত। আর সেই ভক্তের এহেন পোস্টের পরে অনেকেই নিরাপত্তার জন্য বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করেছে। 


ধোনি-কোহলি দ্বৈরথে বৃষ্টির আশঙ্কা রয়েছে। ম্যাচের দিন ৮০ শতাংশ বৃষ্টির ভবিষ্যদ্বাণী রয়েছে বলে জানিয়েছে বেঙ্গালুরুর হাওয়া অফিস। যে দল জিতবে তারাই পৌঁছে যাবে প্লে অফে। আর ম্যাচ যদি বৃষ্টিতে ধুয়ে যায় তাহলে ১৫ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস প্লে অফের টিকিট জোগাড় করে নেবে। সেক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দৌড় শেষ হয়ে যাবে আইপিএলে।

[আরও পড়ুন: বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ ম্যাচের সূচি ঘোষিত, রোহিত শর্মাদের প্রতিপক্ষ কে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনি সন্ধ্যায় চিন্নাস্বামী স্টেডিয়ামে মরণবাঁচন ম্যাচে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও চেন্নাই সুপার কিংস (CSK)।
  • সেই ম্যাচের দিকে তাকিয়ে সবাই। চতুর্থ দল হিসেবে প্লে অফে পৌঁছবে কে? কৌতূহলী ক্রিকেটপ্রেমীরা।
  • সেই ম্যাচের আগে এক ভক্ত মাঠের ঢুকে দৌড়নোর পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনা তিনি জানিয়েছেন সোশাল মিডিয়ায়।
Advertisement