সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের বিপর্যয়ের মধ্যে 'একা কুম্ভ' জশপ্রীত বুমরাহ। অজি ব্যাটিংয়ের কোমর ভেঙেছেন, দলকে নেতৃত্ব দিয়েছেন। প্রয়োজনে ব্যাট হাতেও সামাল দিয়েছেন। সিরিজ শেষ হয়ে গেলেও বুমরাহকে নিয়ে প্রশংসা থামছে না। যেমন গিলক্রিস্ট মনে করেন, ভারতীয় পেসার ব্র্যাডম্যানকে 'ছিঁড়ে যেত'। এমনকী ব্র্যাডম্যানেরও গড় কমে যেত।
ভারত সিরিজ হারলেও ৩২টি উইকেট নিয়ে তিনি সিরিজের সেরা। তাঁর নেতৃত্বে পারথে জয়ও এসেছিল। আবার দরকারের সময় উইকেট তুলে নিয়েছেন তিনি। বলতে গেলে, একমাত্র তাঁকে নিয়েই চিন্তিত হয়েছে অজি ব্যাটাররা। সেখানে তাঁর গড় ১৩.০৬।
সেই বুমরাহকে বিরাট সার্টিফিকেট দিলেন গিলি। প্রাক্তন অজি উইকেটকিপারের বক্তব্য, "ওকে আমি কোনও নাম্বার দেব না। ও যেভাবে ক্রিকেট খেলে, তার জন্য কোনও নাম্বারই যোগ্য নয়। ব্র্যাডম্যান যখন সেরা ফর্মে ছিল, তখন তাঁকেও কয়েক বলের মধ্যে ছিঁড়ে খেত বুমরাহ। ব্র্যাডম্যান যদি বুমরাহর মুখোমুখি হতেন, তাহলে গড় ৯৯-র কমই থাকত। বুমরাহর সামনে ব্র্যাডম্যানের গড় দাঁড়াত ৩৫। এর চেয়ে বড় পুরস্কার আর কী হতে পারে?"
অন্যদিকে বুমরাহর সঙ্গে নিজের তুলনায় নারাজ কপিল। বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের বিশ্বজয়ী অধিনায়কের রেকর্ড ভেঙে দিয়েছেন বুমরাহ। তাঁকে নিয়ে কপিল বলছেন, "দয়া করে আমার সঙ্গে বুমরাহর তুলনা করবেন না। এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের কোনও তুলনা হয় না। আজকের সময়ে একদিনে ৩০০ রান ওঠে। আমাদের সময়ে তো সেটা হত না। তাই কোনও তুলনা হয় না।"