সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংসার বিরুদ্ধে সবসময় ভালোবাসা জয়ী হয়! এশিয়া কাপে ভারত-পাকিস্তান মোকাবিলায় যেন সেটাই ফের প্রমাণ হল। পাক ব্যাটার সাহিবজাদা ফারহান হাফসেঞ্চুরি করে যে ন্যক্কারজনক আচরণ করলেন, তার জবাব দিলেন ভারতের অভিষেক শর্মা। না, 'অস্ত্র' উঁচিয়ে নয়। ভালোবাসায়। বলা যায়, ভারতের অস্ত্র ভালোবাসাই। নেটিজেনরাও বলছেন, এটাই ভারত ও পাকিস্তানের শিক্ষার তফাত।
সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন ফারহান। একগুচ্ছ ক্যাচ হাতছাড়া হয়, সেটা আলাদা কথা। কিন্তু তারপর যেটা ফারহান করলেন, সেটা একেবারেই ক্রিকেট মাঠে করার মতো আচরণ নয়। ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদন গ্রহণ নয়, গুলি চালানোর ভঙ্গি করলেন পাক ব্যাটার! পহেলগাঁও জঙ্গিহানা পরবর্তী সময়ে এই ম্যাচ নিয়ে অনেক আপত্তি ছিল। সূর্যকুমাররা গ্রুপ পর্বের ম্যাচে জেতার পর জঙ্গিহানায় নিহতদের শ্রদ্ধা জানান। ক্রিকেট মাঠে সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরিয়ে আনলেন পাক ব্যাটার ফারহান, এমনটাই বলছে নেটদুনিয়া।
ভারতও পালটা দিয়েছে। অভিষেক শর্মা ও শুভমান গিল, দুজনের ব্যাটিং তাণ্ডবে সহজেই ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। তারপর দুই ব্যাটারই সোশাল মিডিয়ায় লিখেছেন, 'কথা কম, কাজ বেশি'। তবে হাফসেঞ্চুরির পর একটি বিশেষ বার্তা দিয়েছেন অভিষেক। যেটা তিনি বড় রান করলে করে থাকেন। মাথার উপর হাত তুলে আঙুল দিয়ে ইংরেজি 'এল' অক্ষর দেখান। যা 'লাভ' বা 'ভালোবাসার' চিহ্ন। হয়তো অভিষেক অন্য কারও জন্য এই ভঙ্গি করেছেন, কিন্তু এই ম্যাচে, ফারহানের কীর্তির পর তাঁর সেলিব্রেশন অন্য মাত্রা পেয়েছে।
যা দেখে নেটিজেনরা বলছেন, 'এটাই শিক্ষার তফাৎ'। পাক ব্যাটার বন্দুকে গুলি চালানোর ভঙ্গি করেন। আর ভারতীয় ব্যাটার ভালোবাসার বার্তা দেন। মাঠে হোক বা মাঠের বাইরের 'যুদ্ধে', এভাবেই বারবার জিতে যাচ্ছে ভারত।
