shono
Advertisement
T20 World Cup

'আমাদের বাদ দিয়ে দিল', ভবিষ্যৎ বুঝে ভরা স্টেডিয়ামে 'কান্না' বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার

বিপিএল ফাইনালে আসিফকে প্রশ্ন করা হয় বাংলাদেশের ক্রিকেটপ্রেম নিয়ে। সেই প্রশ্নটাকেও আসিফ টেনে নিয়ে যান বাংলাদেশ-আইসিসি দ্বৈরথের প্রসঙ্গে। যেন নিজেদের ঠিক প্রমাণ করতে মরিয়া চেষ্টা তাঁর।
Published By: Arpan DasPosted: 12:42 PM Jan 24, 2026Updated: 01:17 PM Jan 24, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের! যা কার্যত দেওয়াল লিখনের মতো স্পষ্ট। পরিস্থিতি মেনে নিচ্ছেন বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ ইকবাল। যে ভুল তারা করেছে, তা ফেরানোর উপায় নেই। তাই ভরসা 'নাকি কান্না'। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে ভরা স্টেডিয়ামে দাঁড়িয়ে রীতিমতো করুণ স্বরে বলছেন, "আমাদের বাদ দিয়ে দিল।"

Advertisement

শুক্রবার ছিল বিপিএলের ফাইনাল। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজশাহী ওয়ারিয়ার্স ও চট্টগ্রাম রয়্যালস। সেখানে ৬৩ রানে জেতে নাজমুল হোসেন শান্তর রাজশাহী। ফাইনালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ ইকবাল ও সে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল।

ম্যাচের মাঝে আসিফকে প্রশ্ন করা হয় স্টেডিয়ামে ভিড় ও বাংলাদেশের ক্রিকেটপ্রেম নিয়ে। সেই প্রশ্নটাকেও আসিফ টেনে নিয়ে গেলেন বাংলাদেশ-আইসিসি দ্বৈরথের প্রসঙ্গে। যেন নিজেদের ঠিক প্রমাণ করতে মরিয়া চেষ্টা। আর সেখানে বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জনতাকে ঢাল করতে চাইলেন তিনি। আসিফের বক্তব্য, "বাংলাদেশ এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ যাওয়ার মুখে। আমাদের খেলার অধিকার আছে। কিন্তু তাও আমাদের বাদ দিচ্ছে। এখন আমাদের কঠিন সময় চলছে। এই পরিস্থিতিতে এত দর্শক উপস্থিতি নিশ্চিতভাবে ক্রিকেটারদের উৎসাহিত করবে।"

ঢাকার স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ২৫ হাজার দর্শক। আসিফ বলছেন, "বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে। এত দর্শকের উপস্থিতি একটা বার্তা দিচ্ছে। এটার খুব দরকার ছিল।" বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একাধিকবার মিটিং করছে আইসিসি। অথচ তারপরও নিজেদের ‘গোয়ার্তুমি’ থেকে সরেনি বিসিবি। আইসিসি’র বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে তারা সাংবাদিক সম্মেলন করেছে, কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার চিঠির উত্তর দেয়নি। তাতে বেজায় চটেছে আইসিসি। বাংলাদেশের বিরুদ্ধে খুব দ্রুত কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে জয় শাহ পরিচালিত সংস্থা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement