shono
Advertisement
Hardik Pandya

ভরা মাঠেই কার্তিককে শাসালেন হার্দিক! কেন প্রাক্তন ক্রিকেটারের উপর রেগে আগুন? দেখুন ভিডিও

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতেছে ভারত। কিন্তু জয়ের সঙ্গে সঙ্গে আলোচনায় হার্দিক পাণ্ডিয়া। প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে মাঠের মধ্যেই ঝামেলায় জড়ালেন তিনি। সোশাল মিডিয়ায় হার্দিক-কার্তিক ঝগড়ার ভিডিও ভাইরাল।
Published By: Arpan DasPosted: 12:01 PM Jan 24, 2026Updated: 12:01 PM Jan 24, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতেছে ভারত। কিন্তু জয়ের সঙ্গে সঙ্গে আলোচনায় হার্দিক পাণ্ডিয়া। প্রাক্তন ক্রিকেটার মুরলী কার্তিকের সঙ্গে মাঠের মধ্যেই ঝামেলায় জড়ালেন তিনি। সোশাল মিডিয়ায় হার্দিক-কার্তিক ঝগড়ার ভিডিও ভাইরাল।

Advertisement

রায়পুরে ম্যাচের আগের ঘটনা। ব্যাট-গ্লাভস নিয়ে মাঠের মধ্যে ঢুকছিলেন হার্দিক। হঠাৎ মুরলী কার্তিক কিছু একটা বলে হাত মেলান। হার্দিকও হাত মেলান। কিন্তু বোঝাই যাচ্ছিল, হার্দিক কোনও একটা বিষয়ে খুশি নন। তিনি প্রথমে খুব একটা পাত্তা দেননি। কথা বলতে বলতে এগিয়ে যান। কিন্তু কার্তিক থামেননি। তিনিও কিছু একটা বলতে বলতে হার্দিকের পিছনে যান। হার্দিকও পালটা জবাব দেন। দু'জনেই রীতিমতো হাত নাড়িয়ে কথা বলেন।

তাঁদের মধ্যে কী কথা হয়েছিল তা জানা যায়নি। তবে সেটা যে খুব খুশি মনে হয়নি, তা স্পষ্ট। মুরলী ম্যাচে ধারাভাষ্যকার ও সঞ্চালনার দায়িত্বে আছেন। তিনি কি হার্দিক সম্বন্ধে কিছু বলেছিলেন? যে কারণে হার্দিক এতটা রেগে গেলেন? সেটা অবশ্য জানা যায়নি। তবে হার্দিক যেরকম চিৎকার করছিলেন, তাতে স্পষ্ট যে তিনি বেশ রেগে গিয়েছেন।

এর আগে ওয়ানডে সিরিজে হার্দিক খেলেননি। সদ্য চোট সারিয়ে উঠেছেন। সামনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই ওয়ানডেতে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট পান। ব্যাট করার সুযোগ পাননি। অন্যদিকে হার্দিকের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা তুঙ্গে। মাহিকা শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক এখন খোলা পাতার মতো। সেটা নিয়েও অনেকে তির্যক মন্তব্য করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement