সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে যে ক্রিকেটাররা সহমত নন, তা আর চেপে রাখা যাচ্ছে না। বোর্ডের কর্মকর্তার মন্তব্যের বিরুদ্ধে এর মধ্যে সাংবাদিক সম্মেলন করেছেন ক্রিকেটাররা। এবার একধাপ চড়িয়ে টি-টোয়েন্টি দলের ক্রিকেটার মেহেদি হাসান বলছেন, "মঙ্গলগ্রহে বললে, সেখানেও যাব।" অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তো বলেই দিচ্ছেন, "প্রতি বিশ্বকাপের আগেই কিছু না কিছু ঘটে, যার প্রভাব খেলায় পড়ে।"
বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। অথচ বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন না কোথায় বিশ্বকাপ খেলবেন? নেপথ্যে বিসিবি'র গোয়ার্তুমি! ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বলে পণ করে বসে ছিল তারা। নিরাপত্তার অজুহাতে তারা শ্রীলঙ্কায় খেলতে চায়। আইসিসি'র চাপে ভাঙলেও মচকাচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় সমস্যায় ক্রিকেটাররা। পিচ, পরিবেশ ছাড়াও মানসিক প্রস্তুতি নিতে পারছেন না তারা। অথচ বিসিবি সেসব নিয়ে ভাবছে না।
এই পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটরা সরাসরি বোর্ডের বিরুদ্ধে কথা না বলতে পারলেও ঠারেঠোরে বুঝিয়ে দিচ্ছেন। বিশ্বকাপ দলের সদস্য মেহেদি হাসান বলছেন, "অনিশ্চয়তার বিষয়টা ম্যানেজমেন্ট দেখবে। এটাতে খেলোয়াড়দের কিছু করার নেই। আমাদের কাজ খেলা। যদি মঙ্গলগ্রহে খেলতে পাঠায়, তাঁরা সেখানে গিয়ে খেলবে। এটা নিয়ে খেলোয়াড়দের মনে কোনও দ্বিধা নেই।" অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক নাজমুল বলছেন, "বিশ্বকাপের আগেই এরকম কিছু না কিছু ঘটে। খেলায় তার প্রভাব পড়ে। আমরা আসলে অভিনয় করি যে, আমাদের কিছু হয়নি। আমরা পেশাদার। খেলোয়াড়রা চেষ্টা করে এগুলো সরিয়ে রেখে পারফর্ম করার। কিন্তু এই বিষয়গুলো না হলেই ভালো।"
উল্লেখ্য, বাংলাদেশের বোর্ডকর্তার বিরুদ্ধেও ক্ষুব্ধ ক্রিকেটাররা। ‘ভারত বিদ্বেষ’ দেখাতে গিয়ে নিজেদের প্রাক্তন প্লেয়ার তামিম ইকবালকে অপমান করার ফল ভুগছে বিসিবি। তামিমকে ‘ভারতীয় দালাল’ বলার প্রতিবাদে বাংলাদেশের ক্রিকেটাররা একজোট হয়ে বিসিবি কর্তা নাজমুল ইসলামকে সর্বসমক্ষে ক্ষমাপ্রার্থনা করতে বলছেন। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তামিম বলেছিলেন, আইসিসি'র বিরোধিতা না করে সবার আগে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত।
