সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) কি আইপিএলে ফেরানোর প্রস্তাব দিয়েছে বিসিসিআই? বাংলাদেশ বোর্ডের চাপে কি মাথা নোয়াল ভারত? চাপে পড়ে নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহারে করে নিতে বাধ্য হল ভারতীয় বোর্ড? কদিন ধরেই ওপার বাংলায় এই নিয়ে গুঞ্জন চলছিল। কিন্তু সেই গুঞ্জন এবার উড়িয়ে দিল বিসিবি নিজেই।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বিতাড়নের পর ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে। দু'দেশের মধ্যে তিক্ততা যত বাড়ছে ততই সোশাল মিডিয়াতেও ছড়াচ্ছে গুঞ্জন। এমনই এক গুঞ্জন ছড়িয়েছিল ওপার বাংলার সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে। কেউ কেউ দাবি করছিলেন, বিসিবি ভারতে বিশ্বকাপ খেলার দল পাঠাতে রাজি না হওয়ায় চাপে পড়ে বিসিসিআই ফিজকে আইপিএলে ফেরাতে চায়। এমনকী গোপনে নাকি সেই প্রস্তাবও দেওয়া হয়েছে বিসিবিকে। শর্ত দেওয়া হয়েছিল, মুস্তাফিজ আইপিএলে খেলবেন, বদলে বাংলাদেশও ভারতে দল পাঠাবে। কিন্তু এ সবটাই যে নেহাত গুজব, কোনও বাস্তব ভিত্তি নেই, তা মেনে নিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।
বাংলাদেশ বোর্ডের সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিসিসিআই-এর তরফে মুস্তাফিজুরের প্রত্যাবর্তনের বিষয়ে কোনও কথা বলা হয়নি। আমিনুল ইসলাম বুলবুলের কথায়, "মুস্তাফিজুরের আইপিএলে ফেরার বিষয়ে আমার বিসিসিআইয়ের সঙ্গে কোনও আলোচনা হয়নি। এই ধরনের খবরে কোনও সত্যতা নেই।" বুলবুলের বয়ানেই স্পষ্ট, মুস্তাফিজের আইপিএলে ফেরার কোনও সম্ভাবনা নেই। সবটাই বাংলাদেশের নেটিজেনদের বানানো গালগল্প।
বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন মুস্তাফিজুর। রংপুরের হয়ে খেলার সময়েই মুস্তাফিজুর জানতে পেরেছেন যে এবারের আইপিএলে খেলতে পারবেন না। শোনা যাচ্ছে, তারপরই পিএসএলে খেলার ব্যাপারে মনস্থির করেন তিনি। জানা গিয়েছে, আইপিএল থেকে বাদ পড়ার পরই পিএসএলে নাম লেখানোর জন্য আবেদন করেন তিনি। বলা বাহুল্য, পাকিস্তানের ওই ফ্র্যাঞ্চাইজি লিগ ফিজকে লুফে নিয়েছে। পিএসএলের সরকারি সোশাল মিডিয়া হ্যান্ডেলে বাংলাদেশি ‘কাটার মাস্টার’কে স্বাগত জানিয়েছে তারা। ফলে আইপিএলে ফেরার কোনও সম্ভাবনা তাঁর নেই।
