সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে কি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে বাংলাদেশ? বিশ্বকাপের দিন যত এগিয়ে আসছে, তত জটিলতা বাড়ছে এই বিষয়ে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে যত বিপত্তি। বিসিসিআইয়ের তরফে কেকেআর-কে বলা হয়, মুস্তাফিজুরকে ছেড়ে দিতে। এর পরেই সুর চড়া করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইউনুস সরকারের চাপে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার ‘বদলা’ হিসাবে নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নেয় বিসিবি। এমনকী তাদের ম্যাচ শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার আর্জি জানিয়ে আইসিসি’কে চিঠিও দেয় তারা। যদিও বিসিবি'র এই দাবি যে অবাস্তব, তা জানিয়েছেন আইসিসি'র এক কর্তা।
তাঁর মতে, ভারতে নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। 'রেভস্পোর্টজ'কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই আইসিসি কর্তার জানিয়েছেন, মুখেই শুধু নিরাপত্তাজনিত কারণ দেখিয়েছে। কিন্তু আদতে কোনও যুক্তিপূর্ণ কারণ দর্শাতে পারেনি। তিনি বলেন, "ম্যাচ সরাতে গেলে আপনাকে তো বৈধ কারণ দেখাতেই হবে। এর জন্য যেখানে ম্যাচ রয়েছে, সেখানে সিকিউরিটি টিম পাঠাতে হত। তারপর রিপোর্টের ভিত্তিতে আবেদন করাটাই নিয়ম।" অনেকেই বলছেন, ঘুরপথে ‘প্রতিহিংসা’ চরিতার্থ করার চেষ্টা চরিতার্থ করতেই এমন নীতি নিয়েছে বাংলাদেশ।
আইসিসি কর্তার সংযোজন, "ভারতে বিশেষ দল পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার ব্যাপারে কোনও রকম উচ্চবাচ্যই করছে না বাংলাদেশ। তাই কীভাবে ক্রিকেটারদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারে কেউ? মনে রাখতে হবে, নিরাপত্তার দিক থেকে বহুজাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে অনবদ্য রেকর্ড রয়েছে ভারতের।" উল্লেখ্য, আইসিসি'কে দেওয়া চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিখেছিল, 'ভারতে বাংলাদেশের খেলাগুলো নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বাংলাদেশ সরকারের পরামর্শ মেনে নিয়ে বিসিবি এই সিদ্ধান্তে পৌঁছেছে, এই পরিস্থিতিতে জাতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো হবে না।'
যদিও এই চিঠির পর বাংলাদেশের আদতে কোনও লাভ হবে কি না, তা নিয়ে আগে থেকেই সংশয় ছিল। অনেকেই বলছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য আত্মঘাতী হতে পারে। বিশ্বকাপে বাংলাদেশ না খেলতে চাইলে তাঁদের বাদ দিয়েও প্রতিযোগিতা করার পরিকল্পনা করা হতে পারে। সেই পথেই কি হাঁটছে ক্রিকেটের নিয়ামক সংস্থা? জল্পনা বাড়ল আইসিসি কর্তার এহেন মন্তব্যের পর। উল্লেখ্য, এর আগেও মুস্তাফিজুরদের ভারতে খেলার জন্য কার্যত চরম বার্তা দিয়েছিল আইসিসি। যদিও বাংলাদেশ বোর্ড কিন্তু সেটা স্বীকার করেনি।
