সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরোদার কোটাম্বি স্টেডিয়ামে প্রথম কোনও আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের আসর। যা নিয়ে সাজসাজ রব বরোদায়। তবে কিছুটা হলেও তাল কাটল। অনুশীলনে ব্যাট করতে গিয়ে চোট পেলেন ঋষভ পন্থ। যা নিয়ে উদ্বেগ টিম ইন্ডিয়া শিবিরে।
কীভাবে চোট পেলেন ভারতীয় উইকেটরক্ষক? শনিবার থ্রোডাউন বিশেষজ্ঞের সঙ্গে অনুশীলন করছিলেন পন্থ। তাঁর ছোড়া বলে ব্যাটিং ঝালিয়ে নিচ্ছিলেন। সেই সময় আচমকাই একটি বল লাফিয়ে উঠে তাঁর কোমরের একটু উপরে সজোরে লাগে। যন্ত্রণায় কাতরাতে দেখা যায় পন্থকে। সঙ্গে সঙ্গে হেডকোচ গৌতম গম্ভীর-সহ বাকি সাপোর্ট স্টাফ ছুটে আসেন।
সঙ্গে সঙ্গে পন্থ শুশ্রূষাও শুরু হয়। যদিও কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে স্টেডিয়ামের গ্রাউন্ড বি'র দিকে এগিয়ে যান তিনি। চোট কতটা গুরুতর, তা নিয়ে অবশ্য কোনও সরকারি বিবৃতি জারি করেনি বিসিসিআই। তবে টিম ম্যানেজমেন্ট তাঁর চোট সম্পর্কে নজর রাখছে বলেই খবর। ভারতীয় দলে পন্থের মতো উইকেটরক্ষকের গুরুত্ব অপরিসীম। কেএল রাহুলের পর তিনিই দ্বিতীয় উইকেটরক্ষক। যদিও তাঁর সাম্প্রতিক ওয়ানডে ফর্ম আহামরি নয়। তা সত্ত্বেও তাঁর উপর আস্থা হারাননি নির্বাচকরা। আপাতত দলের মেডিক্যাল টিমের লক্ষ্য, তাঁকে যতটা তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তোলা।
গত বছর ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ব্যাট করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন পন্থ। ভাঙা পা নিয়ে ব্যাটিংও করেন তিনি। চার মাস পর ইডেন টেস্টে প্রত্যাবর্তন ঘটে তাঁর। ইংল্যান্ড থেকে ফেরার পর বেঙ্গালুরুর এনসিএ’তে ছিলেন পন্থ। চোট সারার পর রিহ্যাব-পর্ব শেষে সেখানে ফের অনুশীলন শুরু করেন তিনি। তার আগে ২০২২ সালে গাড়ি দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরে আসা। তারপর নিউজিল্যান্ড সিরিজের ঠিক আগে আবারও চোটের কবলে তিনি। উল্লেখ্য, শনিবার বরোদায় খোশমেজাজে দেখা গিয়েছে ভারতীয় দলকে। বহুদিন পর ওয়ানডে দলে ফেরা মহম্মদ সিরাজকে দেখা গিয়েছে রোহিত শর্মার কাছে ব্যাটিং টিপস নিতে। শ্রেয়সের পাশের নেটেই ব্যাট করতে দেখা যায় কেএল রাহুলকে। ব্যাট হাতে দেখা যায় রবীন্দ্র জাদেজাকে। আবার প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে দেখা যায় অধিনায়ক গিলকে।
