সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক আর শাকিব আল হাসান, এ যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর বহুবার আলোচনায় উঠে এসেছেন তিনি। সেটা অবশ্য পুরোপুরি নেতিবাচক কারণে। ক্রিকেট মাঠে ঝামেলার ঘটনা তো আছেই, তার সঙ্গে জুড়েছে অসংখ্য মামলা। এমনকী খুনের মামলাতেও তাঁর নাম জড়িয়েছে। 'নতুন' বাংলাদেশে এখনও তাঁর প্রবেশ নিষিদ্ধ। কিন্তু এখনও স্বপ্ন দেখেন দেশের মাটিতেই ক্রিকেট কেরিয়ার শেষ করবেন। সম্প্রতি 'ডেইলি সান'-এর কাছে রাজনীতি থেকে ক্রিকেট, বিভিন্ন বিষয়ে মুখ খুললেন বাংলাদেশি ক্রিকেটার।
আপাতত নজর রাখা যাক, তাঁর ক্রিকেট সংক্রান্ত বিষয়েই। গত বছর সেপ্টেম্বর মাসে ভারতের মাটিতে টেস্ট সিরিজের পর জানিয়েছিলেন, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়াবেন। তবে দেশের মাটিতে টেস্ট খেলেই বিদায় জানাবেন। সেই ইচ্ছাপূরণ হয়নি। কারণ, নিরাপত্তার সমস্যা। পরে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ডাক পাননি। অনেকে ধরেই নিচ্ছেন, বাংলাদেশে শাকিবের কেরিয়ার শেষ।
যদিও শাকিব সেটা মনে করেন না। তাঁর বক্তব্য, "আমি এখনও বাংলাদেশের হয়ে খেলতে চাই। আমি উচ্চপদের অনেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেছিলাম। একটা সিরিজ হোক বা দুটো সিরিজ, এমনকী এক বছরের জন্য হলেও আমি তৈরি। সেই স্বপ্নপূরণের জন্য আজও পরিশ্রম করে চলছি।"
এই বিষয়ে বোর্ডকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেন শাকিব। তবে ছাড়পত্র এখনও আসেনি। আদৌ আসবে কি না, কেউ জানে না। বাংলাদেশের ৩৮ বয়সি অলরাউন্ডার বলছেন, "আমার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। আমার শুধু প্রশ্ন, আমাকে কীভাবে বিচার করতে চান? ১৮ বছরের ক্রিকেট জীবন দিয়ে, নাকি ছয় মাসের রাজনৈতিক জীবন দিয়ে? সেটা সম্পূর্ণ আপনাদের উপর। আমি এখনও বিশ্বাস করি, দেশের হয়ে এক-দুই বছর খেলতে পারি। কিন্তু উচ্চমহলের নির্দেশ ছাড়া কোনও কিছুই বদলাবে না।"
সেক্ষেত্রে কিছু শর্ত বেঁধে দিচ্ছেন শাকিব। তিনি বলেন, "আমি চাই নিরাপত্তায় যেন কোনও ঘাটতি না থাকে। আমার খারাপই লেগেছে যে, আমার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। এখন বুঝতে পারছি, কতটা ঘোরের মধ্যে ছিলাম। আমি শিখছি যে, মানুষ কত রকম মুখোশ পরে ঘোরে।" আর 'নতুন' বাংলাদেশকে কেমন দেখছেন শাকিব? এখানে যেন 'রাজনীতিবিদ' শাকিব ফিরে আসেন। উত্তর দেন, "আমি নিশ্চিত, ওরা সৎ উদ্দেশ্যেই কাজ করছেন। কিন্তু কতদূর তারা এগোতে পারেন, সেটা তো সময়ই বলবে। এর বেশি কিছু বলতে পারব না।" শাকিব কি দেশে ফিরতে পারবেন? সেটার উত্তরও এখন কেউ দিতে পারবে না।
