বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশকে ডেডলাইন বেঁধে দিয়েছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ জানা যাবে ২১ জানুয়ারি, বুধবার। কিন্তু বিসিবি এখন আইসিসি'র ডেডলাইনকেই উড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর আমজাদ হোসেন তো বলেই দিচ্ছেন, আইসিসি থেকে নাকি তাদের কোনও ডেডলাইন দেয়নি। ফলে ফের 'মিথ্যাচারণ' বিসিবি'র।
শনিবার বিকেলে ঢাকায় বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আইসিসি’র দুই শীর্ষ কর্তা। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার দুই শীর্ষকর্তাকে বাংলাদেশ বোর্ড জানিয়ে দিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত যে কারণ তাঁরা দেখিয়েছে, তা নিয়ে বোর্ড চিন্তিত। সেক্ষেত্রে তারা চাইছে ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে। বাংলাদেশের এই বিকল্প প্রস্তাব নিয়ে আইসিসি এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। টুর্নামেন্টের আর বেশি দিন বাকি নেই। ফলে দ্রুত ব্যাপারটা মেটাতে হবে আইসিসিকে। যা খবর, তাতে ২১ জানুয়ারি, আগামী বুধবারের মধ্যে পুরো চিত্র পরিষ্কার হয়ে যাবে। নাহলে অন্য দলকে বেছে নেবে আইসিসি।
তবে বাংলাদেশ বোর্ডের মিডিয়া ডিরেক্টর আমজাদ হোসেনের দাবি, আইসিসি থেকে এরকম কিছু জানানো হয়নি। তাঁর বক্তব্য, "গত শনিবার আইসিসির একজন প্রতিনিধি আসেন। তাঁর সঙ্গে আমাদের প্রতিনিধি দলের কথা হয়। বিশ্বকাপে আমাদের অংশগ্রহণের ভেন্যু নিয়ে জানিয়ে দিয়েছি, ভারতে খেলতে আমরা অপারগ। আইসিসি'র প্রতিনিধি জানান যে, এটা নিয়ে তিনি পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তবে কোনও সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি। শুধু জানিয়েছেন, পরবর্তী তারিখটি কবে জানিয়ে দেবেন।"
তবে ঘটনা হচ্ছে, এর আগে দেখা গিয়েছে কর্তাব্যক্তিদের অবস্থান থেকে পরে নিজেই সরে আসে বিসিবি। ব্যক্তিগত মন্তব্য বলে দায় এড়িয়ে যাওয়া হয়। এবারও সেরকম হবে না তো? কারণ এর আগে আইসিসি'র নামে মিথ্যা বলে চালাতে চেয়েছিল বাংলাদেশ বোর্ডের কর্তা। আইসিসি মুখ খুলতেই তাদের মিথ্যা ধরা পড়ে যায়।
