Advertisement
লন্ডনের কোটিপতি প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে কৃতী! 'পাত্র' সম্পত্তির পরিমাণে টেক্কা দেন খান-কাপুরদেরও
বিয়ের পর বিপুল সম্পত্তির মালকিন হচ্ছেন কৃতী স্যানন। হবু শ্বশুরবাড়ির সম্পত্তির পরিমাণ জানলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য!
বছর দুয়েক ধরেই বলিউড গুঞ্জন, কৃতী স্যানন নাকি প্রেম করছেন। তাও আবার কমবয়সি ছেলের সঙ্গে। প্রেমিকের সঙ্গে কৃতীর বয়সের ফারাক নাকি ৯ বছর! এযাবৎকাল ডুবে ডুবে জল খেলেও বোন নূপুর স্যাননের বিয়েতেই প্রেমিকের সঙ্গে খুল্লমখুল্লা মেজাজে ধরা দিলেন কৃতী।
আর সেখান থেকেই জল্পনার সূত্রপাত, এবার কি তবে কোটিপতি পাত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেঠেন কৃতী স্যানন? অতঃপর নেটপাড়া খুঁড়ে পাত্রের ঠিকুজি-কুষ্ঠীর খোঁজে অনুরাগীরা। কাকে মন দিলেন বলিউড অভিনেত্রী?
খবর, লন্ডনের কোটিপতি ব্যবসায়ী কবীর বাহিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছেন কৃতী স্যানন। এই কবীরের সঙ্গে দেখা করতে নাকি মাঝেমধ্যেই লন্ডনে উড়ে যান অভিনেত্রী। কীভাবে পরিচয়?
জানা গিয়েছে, বোন নূপুর স্যাননের হাত ধরেই কবীরের সঙ্গে কৃতীর পরিচয়। তার পর বন্ধুত্ব থেকে প্রেম। মাসখানেক আগেই ভাইরাল হয়েছিল কৃতী-কবীরের হাত ধরে ঘুরে বেড়ানোর ছবি। আর এবার তো বোনের বিয়েতে প্রেমিকের বাহুডোরে একাধিকবার ধরা দিয়েছেন কৃতী। সেখান থেকেই বিয়ের জল্পনার সূত্রপাত।
জানা গিয়েছে, বোন নূপুর স্যাননের হাত ধরেই কবীরের সঙ্গে কৃতীর পরিচয়। তার পর বন্ধুত্ব থেকে প্রেম। মাসখানেক আগেই ভাইরাল হয়েছিল কৃতী-কবীরের হাত ধরে ঘুরে বেড়ানোর ছবি। আর এবার তো বোনের বিয়েতে প্রেমিকের বাহুডোরে একাধিকবার ধরা দিয়েছেন কৃতী। সেখান থেকেই বিয়ের জল্পনার সূত্রপাত।
কে এই কবীর বাহিয়া? খবর, লন্ডনের এক সুপ্রতিষ্ঠিত ও ধনী পরিবারের সন্তান তিনি। কবীরের বাবা কুলজিন্দর বাহিয়া একটি বিখ্যাত ট্র্যাভেল এজেন্সির মালিক, যার নাম 'সাউথহল ট্র্যাভেল'। এখানেই শেষ নয়!
২৬ বছর বয়সী কবীর বাহিয়া তাঁর পড়াশোনাও শেষ করেছেন লন্ডনেই। এখন তিনি পারিবারিক ব্যবসায় মন দিয়েছেন। এই বয়সেই ২০২০ সালে ব্রিটেনে 'ওয়ার্ল্ডওয়াইড এভিয়েশন অ্যান্ড ট্যুরিজ়ম লিমিটেড' নামে একটি সংস্থাও প্রতিষ্ঠা করেছেন তিনি।
Published By: Sandipta BhanjaPosted: 09:50 PM Jan 19, 2026Updated: 09:50 PM Jan 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
