সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাঠে টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এই সিরিজের মাধ্যমেই ভারতের হোম সিজন শুরু হতে চলেছে। এদিন বিসিসিআই ভারতের হোম সিজনের সূচি ঘোষণা করেছে।
উইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ২ অক্টোবর আহমেদাবাদে। ১০ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে কলকাতায়। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলার পর বিরাট কোহলিরা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টেস্ট নয়াদিল্লিতে। সিরিজ শুরু ১৪ নভেম্বর থেকে। পরের টেস্ট ২২ নভেম্বর, গুয়াহাটিতে। উল্লেখ্য, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথমবারের মতো বসতে চলেছে কোনও আন্তর্জাতিক টেস্ট ম্যাচের আসর।
এদিকে, প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ওয়েনডে সিরিজ চলবে ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত। টি-টোয়েন্টি সিরিজ চলবে ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর
প্রথম টেস্ট: ২-৬ অক্টোবর, আহমেদাবাদ
দ্বিতীয় টেস্ট: ১০-১৪ অক্টোবর, কলকাতা
দক্ষিণ আফ্রিকার ভারত সফর
প্রথম টেস্ট: ১৪-১৮ নভেম্বর, নয়াদিল্লি
দ্বিতীয় টেস্ট: ২২-২৬ নভেম্বর, গুয়াহাটি
(সব টেস্ট শুরু সকাল সাড়ে ৯টায়)
প্রথম ওয়ানডে: ৩০ নভেম্বর, রাঁচি
দ্বিতীয় ওয়ানডে: ৩ ডিসেম্বর, রায়পুর
তৃতীয় ওয়ানডে: ৬ ডিসেম্বর, ভাইজাগ
(সব ম্যাচ শুরু দুপুর দেড়টায়)
টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-২০: ৯ ডিসেম্বর, কটক
দ্বিতীয় টি-২০: ১১ ডিসেম্বর, নিউ চণ্ডীগড়
তৃতীয় টি-২০: ১৪ ডিসেম্বর, ধরমশালা
চতুর্থ টি-২০: ১৭ ডিসেম্বর, লখনউ
পঞ্চম টি-২০: ১৯ ডিসেম্বর, আহমেদাবাদ
(সব ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়)