সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তারপরে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। দুই মেগা টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে যথেষ্ট চিন্তিত বিসিসিআই (BCCI)। জানা গিয়েছে, আইপিএল (IPL) খেলার সময়ে বোলারদের ফিটনেসের দিকে কড়া নজর রাখতে ফ্র্যাঞ্চাইজিগুলিকে নির্দেশ দিয়েছে বোর্ড। কোনও বোলারের উপর জোর খাটানো যাবে না, বোর্ডের তরফে সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, আপাতত ১২ জন বোলারের নাম চূড়ান্ত করা হয়েছে। সেই বোলাররা যে ফ্র্যাঞ্চাইজিতে খেলেন, তাঁদের দলকেও বোর্ডের নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। খুব সতর্কভাবে ভারতীয় বোলারদের এই টুর্নামেন্টে ব্যবহার করতে হবে। নেটে বোলিং করবেন না এই ১২জন। ফিল্ডিংয়ে অনুশীলন করতে পারেন, তবে সেটা মে মাসের প্রথম সপ্তাহের পর থেকে। তার আগে শুধুমাত্র ট্রেনিংয়ের উপরেই জোর দিতে হবে।
[আরও পড়ুন: ছেলের অন্নপ্রাশনের টাকা নিয়ে উধাও ক্যাটারার, প্রতারিত চিকিৎসক সেলের তৃণমূল নেতা]
চোটের কারণে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন জশপ্রীত বুমরাহর মতো তারকা ক্রিকেটাররা। একাধিক টুর্নামেন্টে তাঁর অভাব টের পেয়েছে ভারত। সেই কথা মাথায় রেখেই বোলারদের ওয়ার্কলোড নিয়ে বিশেষভাবে চিন্তিত বোর্ড। ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশ দেওয়া হয়েছে, মে মাসের প্রথম সপ্তাহের পর থেকে এই ১২ জন বোলার আইপিএল দলের নেটে বল করতে পারবেন। কাউকে জোর করা যাবে না বল করার জন্য। কোনও বোলারের সমস্যা হলে সেটা বোর্ডকেও জানাতে হবে। তাছাড়াও বোলারদের খোঁজখবর নিতে নিয়মিত ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে যোগাযোগ রাখবে বোর্ড।
এই তালিকায় কোন বোলারদের নাম রয়েছে? সূত্র মারফত জানা গিয়েছে, আইপিএলের সাতটি দলে ছড়িয়ে-ছিটিয়ে খেলেন তাঁরা। মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার, উমরান মালিক, ভুবনেশ্বর কুমারের মতো পেসাররা রয়েছেন এই তালিকায়। কেকেআরের শার্দূল ঠাকুর ও উমেশ যাদবকেও নজরে রাখতে চাইছে বোর্ড। স্পিনারদের মধ্যে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দরের নাম রয়েছে বোর্ডের তালিকায়।