shono
Advertisement

Breaking News

Vijay Hazare

দ্বিতীয় ম্যাচেই হোঁচট, জয়ে ফিরতে কিশোর স্পিনারকে ডেকে পাঠাল বাংলা

বিজয় হাজারের গ্রুপ পর্বে এখনও পাঁচটি ম্যাচ বাকি রয়েছে বাংলার।
Published By: Anwesha AdhikaryPosted: 02:07 PM Dec 28, 2025Updated: 02:07 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদর্ভের বিরুদ্ধে দুর্ধর্ষ জয়ের পরই বরোদার বিরুদ্ধে হার। তবে হার নয়, বিজয় হাজারে ট্রফিতে বাংলার চিন্তা বাড়িয়ে দিয়েছে ব্যাটারদের শট নির্বাচন। বরোদা ম্যাচে অভিষেক পোড়েলরা যে সব শট খেলে আউট হয়েছেন, সেটাই চিন্তার। সোমবার চণ্ডীগড় ম্যাচ। তার আগে শনিবার পুরো বাংলা দলকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেই সঙ্গে বাংলা স্কোয়াডে ডেকে নেওয়া হল অনূর্ধ্ব ১৯ স্পিনারকে।

Advertisement

রবিবার নিরঞ্জন শাহ স্টেডিয়ামের মূল মাঠে প্র্যাকটিস করে টিম। চণ্ডীগড়ের বিরুদ্ধে ওই মাঠেই ম্যাচ। তার আগে ব্যাটারদের নিয়ে যেমন ক্লাস হয়েছে, তেমনই বোলারদের নিয়ে আলাদা বৈঠক হয়েছে। ম্যাচের আগের দিন আরও এক প্রস্থ বৈঠক হবে বোলারদের নিয়ে। কারণ মহম্মদ শামি ছাড়া বাকিদের কেউই সেভাবে পারফর্ম করতে পারছেন না। মুকেশ কুমার আর আকাশ দীপকে খুব সাধারণ দেখাচ্ছে। সেটাও ভাবাচ্ছে বাংলাকে।

তাই চণ্ডীগড় ম্যাচের আগে অনূর্ধ্ব ১৯ টিম থেকে ক্রিকেটার উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। লেগস্পিনার রোহিত কুমার দাসকে সিনিয়র টিমে পাঠানো হচ্ছে। তরুণ এই লেগস্পিনার অনূর্ধ্ব ১৯ টিমের হয়ে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। এবার বিজয় হাজারেতে রাজকোটে যেমন উইকেট, তাতে রোহিত কার্যকর হতে পারেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কোনও এক স্পিনারের বদলে খেলানো হতে পারে তাঁকে। এই সিদ্ধান্ত প্রসঙ্গে বঙ্গ টিম ম্যানেজমেন্টের কেউ কেউ বলছিলেন, "ব্যাটারদের বলা হয়েছে, আরও দায়িত্ব নিতে হবে। সেট হয়ে যাওয়ার পর উইকেট ছুঁড়ে দিয়ে আসা যাবে না।" উল্লেখ্য, বিজয় হাজারের গ্রুপ পর্বে এখনও পাঁচটি ম্যাচ বাকি রয়েছে অভিমন্যু ঈশ্বরণদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজয় হাজারে ট্রফিতে বাংলার চিন্তা বাড়িয়ে দিয়েছে ব্যাটারদের শট নির্বাচন।
  • রবিবার নিরঞ্জন শাহ স্টেডিয়ামের মূল মাঠে প্র্যাকটিস করে টিম। চণ্ডীগড়ের বিরুদ্ধে ওই মাঠেই ম্যাচ।
  • চণ্ডীগড় ম্যাচের আগে অনূর্ধ্ব ১৯ টিম থেকে ক্রিকেটার উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। লেগস্পিনার রোহিত কুমার দাসকে সিনিয়র টিমে পাঠানো হচ্ছে।
Advertisement