সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ছন্দে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। এই ফর্ম তাঁর শরীরী ভাষারও পরিবর্তন করে দিয়েছিল। দুরন্ত ফর্মই তাঁর মুড অন রেখেছিল। তাই ঠাট্টা-ইয়ার্কিতে মেতে উঠেছিলেন সতীর্থদের সঙ্গে। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে যশস্বী জয়সওয়ালের সঙ্গেও মশকরা করেন বিরাট। বাঁহাতি ব্যাটারকে সলমন খানের সঙ্গে তুলনা টেনেছিলেন। শনিবারই গিয়েছে সলমন খানের জন্মদিন। আর রবিবার, ২৮ ডিসেম্বর যশস্বীর জন্মদিন। সেই উপলক্ষেই ফের এই ভিডিও ভাইরাল। যা দেখে হেসে গড়াচ্ছেন নেটিজেনরা।
এক ইউটিউব চ্যানেলে এ কথা জানিয়েছেন যশস্বী। তাঁর কথায়, "আমাকে বারবার বিরাটভাই বলছিল, 'তুই কি তেরে নামের সলমন খান?' সেই সিনেমায় 'লগন লাগ গাই রে' নামে একটা গান আছে। বারবার সেই গান গেয়ে বিরাটভাই আমার সামনে নাচছিল। মজা করছিল। এমনকী ব্যাট করতে যাওয়ার আগেও সেটা থামার জো ছিল না। ওর তো এমন অভ্যাস ছিল না। তবে একবার মাঠে নেমে গেলে ও একেবারে সিরিয়াস। তখন কেবল খেলা নিয়েই ভাবে।"
কিন্তু যশস্বীকে হঠাৎ কেন বলিউডের 'সুলতানে'র সঙ্গে তুলনা করলেন কোহলি? উত্তর হল যশস্বীর চুলের ছাঁট। যা অনেকটা 'তেরে নাম' সিনেমার চুলের স্টাইলের মতো। সেই কারণেই সলমনের উদাহরণ টেনেছিলেন কোহলি। তবে সেটা মাঠের বাইরে হলেও খেলা শুরু হলে বাঁহাতি ওপেনারকে বড় দাদার মতো পরামর্শ দেন আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪ সেঞ্চুরির মালিক। সেই পরামর্শ নিয়েই প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেছেন যশস্বী।
ভারতীয় ওপেনারের সংযোজন, "বিরাটভাই আমাকে বারবার বলছিল, কোথায় শট খেললে রান আসবে। এমনকী শট মারার সময় শরীরের অবস্থান কেমন হবে, তা নিয়েও পরামর্শ দিয়েছিল। সেসব দারুণ কাজে লেগেছে। ওর মতো ক্রিকেটারের সঙ্গে খেলার মজাটাই আলাদা।"
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে বিরাট করেছিলেন ৩০২ রান। গড় ১০০-র উপরে। তাছাড়াও চলতি বছর ১৩ ইনিংসে মোট ৬৫১ রান করেছেন। গড় ৬৫.১০। যা একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজির। অন্যদিকে, প্রথম দু'টি ওয়ানডে'তে ১৮ এবং ২২ রানে সাজঘরে ফিরলেও বিশাখাপত্তনমে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন যশস্বী। নতুন বছরের ১১ জানুয়ারি থেকে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। শুভমান গিল ফিরলে কি যশস্বীকে ফের রোহিত শর্মার সঙ্গে ওপেন নামতে দেখা যাবে? প্রশ্নটা এখন থেকেই ঘুরপাক খাচ্ছে।
