যে দেশে পূজিতা নারীশক্তি, সেই মাটিতেই নারীর অবমাননা! সেটা বাস্তবের মাটিতে হোক বা রুপোলী পর্দায়। যিনি দেশকে বিশ্বকাপ ট্রফি এনে দেন, সেই ক্রিকেটারকে সহ্য করতে হয় হৃদয়ভঙ্গের যন্ত্রণা। আবার নারীপাচার কারবারিদের রমারমা ঠেকাতে অস্ত্র তুলে নিতে হয় মহিলা পুলিশ অফিসারকে। প্রথমজন স্মৃতি মন্ধানা, বিশ্বজয়ী ক্রিকেটার। অন্যজন শিবানী শিবাজি রায়, ওরফে রানি মুখোপাধ্যায়। 'মর্দানি ৩' সিনেমার মূল চরিত্র। সেই সিনেমার ট্রেলার দেখে স্মৃতি লিখলেন, 'মেয়েদের অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়।'
রানি মুখোপাধ্যায়ের 'মর্দানি' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির ট্রেলার দেখে মুগ্ধ স্মৃতি। শুক্রবারই মুক্তি পেয়েছে এই সিনেমা। যার ট্রেলার দেখে ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতীয় ক্রিকেটের 'রানি' লিখেছেন, 'একটি মেয়ের জীবন অমূল্য। মেয়েদের অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। অনেক কিছু নীরবে সহ্য করি। মেয়েদের সুরক্ষা নিরাপদ করা দেশের কর্তব্য। যাতে তারা স্বপ্ন দেখে, দেশকে জয়ী করতে পারে। মর্দানি ৩-র ট্রেলার দেখে আমি অবাক হয়ে গিয়েছি। আমি শুধু প্রার্থনা করি, যাতে সমাজের সবাই এগিয়ে এসে মেয়েদের রক্ষা করতে পারে। যে সমাজ মেয়েদের সম্মান দিতে জানে না, সেটা কোনও সমাজই নয়। চলুন, একসঙ্গে নিরাপদ দেশ গড়ে তোলা যাক।'
মেয়েদের অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। অনেক কিছু নীরবে সহ্য করি। মেয়েদের সুরক্ষা নিরাপদ করা দেশের কর্তব্য। যাতে তারা স্বপ্ন দেখে, দেশকে জয়ী করতে পারে। আমি শুধু প্রার্থনা করি, যাতে সমাজের সবাই এগিয়ে এসে মেয়েদের রক্ষা করতে পারে। যে সমাজ মেয়েদের সম্মান দিতে জানে না, সেটা কোনও সমাজই নয়। চলুন, একসঙ্গে নিরাপদ দেশ গড়ে তোলা যাক।
স্মৃতি ইউনিসেফের সঙ্গে যুক্ত। তবে স্মৃতি যেভাবে 'মর্দানি ৩'-র প্রশংসা করেছেন, তা কি শুধুই ট্রেলার দেখে? বিশ্বকাপ জয়ের পরই গায়ক পলাশ মুছলের সঙ্গে বিয়ের কথা ছিল স্মৃতির। কিন্তু সেই বিয়ে ভেস্তে যায়। যার জন্য পলাশের লাম্পট্যকে দায়ী করা হয়। এমনকী বিয়ের রাতেই নাকি পলাশকে অন্য এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়। 'মর্দানি ৩'-র প্রশংসার ছলে কি সেটাকেও ইঙ্গিত করলেন স্মৃতি?
উল্লেখ্য, 'মর্দানি ৩'-র ট্রেলারে দেখা যায়, ঘৃণ্য অপরাধের সুতো ধরে টান দিতেই মূলচক্রী ‘আম্মা’র খোঁজ পান শিবানী। এই ‘আম্মা’ই ছোট ছোট শিশুকন্যাদের ত্বক থেকে শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ পাচারের চক্র চালায়। কতটা অন্ধকার তার সাম্রাজ্য? পুতিগন্ধময় অলি-গলিতে ঢুকে সেই খতরনাক মহিলার টিকি খুঁজে পেতে কম কসরত করতে হয় না ‘শিবানী’ রানিকে! সেই কাহিনিই দেখা যাবে ‘মর্দানি ৩’ ছবিতে।
