shono
Advertisement
Sanju Samson

'সবাই জানি ও কী করতে পারে', সঞ্জুর উপর পূর্ণ আস্থা টিম ম্যানেজমেন্টের

শনিবার তিরুঅনন্তপুরমে বিশ্বকাপের আগে শেষ 'প্রস্তুতি' ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। সঞ্জু স্যামসনের ঘরের মাঠ এটা। যদিও এই মুহূর্তে ফর্মে নেই 'ঘরের ছেলে'।
Published By: Prasenjit DuttaPosted: 08:04 PM Jan 30, 2026Updated: 08:43 PM Jan 30, 2026

শনিবার তিরুঅনন্তপুরমে বিশ্বকাপের আগে শেষ 'প্রস্তুতি' ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। সঞ্জু স্যামসনের ঘরের মাঠ এটা। যদিও এই মুহূর্তে ফর্মে নেই 'ঘরের ছেলে'। টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক অবশ্য চেট্টার (সঞ্জুর ডাকনাম) ফর্ম নিয়ে বিশেষ উদ্বিগ্ন নন। জানিয়েছেন, সঞ্জুর উপর পূর্ণ আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। 

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টির আগে সাংবাদিক সম্মেলনে কোটাক বলেন, "সঞ্জু তো সঞ্জুই। সবাই যতটা রান আশা করে, ও হয়তো ততটা রান করতে পারেনি। কিন্তু এটা খেলারই অঙ্গ। আপনি কখনও পাঁচ ইনিংসে প্রচুর রান করেন। আবার কখনও ব্যর্থও হন। তাই মানসিকভাবে শক্ত থাকাটা খেলোয়াড়ের উপরেই নির্ভর করে। আমরা ওকে মানসিক দিক থেকে চাঙ্গা রাখা আমাদেরই দায়িত্ব। অনুশীলনে নিয়মিত পরিশ্রম করছে ও। আমরা সবাই জানি সঞ্জু কী করতে পারে। মনে হয় না যে, সঞ্জু সম্পর্কে এর বেশি কিছু বলার আছে।"

তৃতীয় টি-টোয়েন্টিতে কুঁচকিতে চোট পেয়েছিলেন ঈশান কিষান। ক'দিন পরেই বিশ্বকাপ। তাই তার আগে তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকির পথে হাঁটতে চায়নি টিম ম্যানেজমেন্ট। চতুর্থ ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখেনি ভারত। তিরুঅন্তপুরমে কি খেলবেন তিনি? "খুব সম্ভবত ও খেলবে। দলের ফিজিওরা ওর উপর নজর রাখছেন। তাঁদের সিদ্ধান্তের উপরেই ওর মাঠে নামার ব্যাপারটা নির্ভর করছে" বলে দিচ্ছেন গৌতম গম্ভীরের সহকারী।

কিউয়িদের বিরুদ্ধে সিরিজের চার ম্যাচে মাত্র ৪০ রান করেছেন সঞ্জু। তাঁর গড় মাত্র ১০। স্ট্রাইক রেটও আহামরি নয়। শেষ পাঁচটি টি-টোয়েন্টি ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ৩৭, যা গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এসেছিল। শেষ দশ ম্যাচের পরিসংখ্যান আরও করুণ। সেখানে সব মিলিয়ে করেছেন মাত্র ১২৮ রান। গড় ১২.৮। এত ব্যর্থতার পর তাঁর প্রথম একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দু’বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে দুরন্ত ছন্দে রয়েছেন ঈশান কিষান। তিনি উইকেটকিপিংয়ের সঙ্গে ওপেনিংয়েও সাচ্ছন্দ্য। প্রশ্ন উঠছে, দলে তিলক বর্মা ফিরলে কি সুযোগ পাবেন সঞ্জু? এদিকে নিজের ইউটিউব চ্যানেলে সঞ্জুকে নিয়ে অশ্বিন বলেন, "ও যদি খারাপ খেলোয়াড় হত, তাহলে এই জায়গায় পৌঁছতে পারত না। কিন্তু মাথায় অনেক চিন্তা থাকলে বলের লাইন, লেংথ বুঝতে অসুবিধা হয়। ওর মাথায় নিশ্চয়ই অনেক কিছু ঘুরছে।" পাহাড়প্রমাণ চাপের মধ্যেই যে নিজের ঘরের মাঠে নামতে চলেছেন সঞ্জু, তা আর বলার অপেক্ষা রাখে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement