সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশের বিরুদ্ধে দু'শোর বেশি রান তাড়া করে জয় এসেছে। সঙ্গে অনেকটা আত্মবিশ্বাসও ফিরেছে বাংলা শিবিরে। সেই আত্মবিশ্বাসে ভর করেই বৃহস্পতিবার হায়দরাবাদে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির ম্যাচে কোচ লক্ষ্মীরতন শুক্লার দল মুখোমুখি হবে সার্ভিসেসের। গ্রুপে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মুস্তাক আলি টি-টোয়েন্টিতে দু'নম্বরে রয়েছে বাংলা। শীর্ষে থাকা গুজরাটের সঙ্গে পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে আছেন অভিমন্যু ঈশ্বরণরা।
সেখানে চার ম্যাচে একটা মাত্র জিতেছে সার্ভিসেস। এমন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে কোচ লক্ষ্মী বলছিলেন, "জয় সবসময় দলকে আত্মবিশ্বাসী করে। পাঞ্জাব ম্যাচের ধাক্কা কাটিয়ে দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। গ্রুপের বাকি সব ম্যাচ জেতাই লক্ষ্য আমাদের।" শেষ দু'ম্যাচে পরপর সেঞ্চুরি করেছেন অভিমন্যু ও করণ লাল। সঙ্গে রয়েছেন মহম্মদ শামি, আকাশ দীপ ও মুকেশ কুমারের মতো পেসার। তবে সার্ভিসেসের বিরুদ্ধে শাহবাজ আহমেদকে পাবে না বাংলা। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন তিনি। স্পিনার অলরাউন্ডারের পরিবর্ত হিসাবে ব্যাটার শাকির গান্ধীর খেলার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, পাঞ্জাবের পর হিমাচল প্রদেশের বিরুদ্ধেও বাংলার বোলিং লাইন আপ যথেষ্ট মার খেয়েছে। চার ওভারে মুকেশ দেন ৪১ রান। আকাশকে দুই ওভারের বেশি দেওয়া যায়নি। একমাত্র শাহবাজই আঁটসাট বোলিং করেন। চার ওভারে ৩৬ রান দেন। তুলে নেন তিনটে উইকেটও। কিন্তু সার্ভিসেসের বিরুদ্ধে তিনি খেলছেন না। প্রসঙ্গত, প্রত্যেক গ্রুপ থেকে দু’টো দল নকআউটে যাবে। প্রথম দুইয়ে থাকার জন্য বাকি তিন ম্যাচেও জিততে হবে বাংলাকে।
