shono
Advertisement

Breaking News

Vijay Hazare Trophy

জুরেলের সেঞ্চুরিতে বিদায় বাংলার, শামিদের ব্যর্থতায় বিফলে গেল সুদীপের লড়াই

টানা ৭ ম্যাচে জয় পেল উত্তরপ্রদেশ।
Published By: Prasenjit DuttaPosted: 06:01 PM Jan 08, 2026Updated: 06:01 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নকআউটে যেতে গেলে উত্তরপ্রদেশকে বড় ব্যবধানে হারাতে হত বাংলাকে। তবে জয় তো দূরের কথা, ৫ উইকেটে হেরে বিজয় হাজারে ট্রফির পরের রাউন্ডে যাওয়ার আশা শেষ হল অভিমন্যু ঈশ্বরণের দলের। ধ্রুব জুরেলের অনবদ্য সেঞ্চুরিতে বঙ্গ ব্রিগেডকে হারিয়ে প্রতিযোগিতায় টানা ৭ ম্যাচ জয় পেল উত্তরপ্রদেশ। প্রথমে ব্যাট করে বাংলা অল আউট হয়ে যায় ২৬৯ রানে। জবাবে ৪২.২ ওভারে জয়ের রান তুলে নেয় উত্তরপ্রদেশ। 

Advertisement

বিপক্ষ দলে রিঙ্কু সিং ছাড়াও ধ্রুব জুরেল, জিশান আনসারি, সমীর রিজভি, প্রশান্ত বীর, বিপরাজ নিগমের মতো ক্রিকেটাররা ছিলেন। এছাড়া কার্তিক ত্যাগি, আরিয়ান জুয়ালও ফর্মে ছিলেন। সেখানে বাংলা শেষ ম্যাচে হেরেছিল হায়দরাবাদের কাছে। একা শাহবাজ আহমেদ ব্যাটে-বলে টেনেছিলেন দলকে। মহম্মদ শামি, আকাশ দীপ ও মুকেশ কুমারের মতো তারকা পেসার দাগ কাটতে পারেননি। এ ম্যাচেও অবশ্য তার ব্যতিক্রম ঘটেনি।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোই করেন অধিনায়ক অভিমন্যু। প্রথম তিন ওভারে ওঠে ৩৩। যদিও করণ লাল (৫) উইকেটে থিতু হতে পারেননি। পরের ওভারে সাজঘরে ফেরেন ঝোড়ো শুরু করা অভিমন্যু। তাঁর সংগ্রহ ১১ বলে ২৮। অনুষ্টুপ মজুমদারও (১৩) এদিন ব্যর্থ। তবে উইকেটের একপ্রান্তে দুর্দান্ত লড়াই চালাতে থাকেন সুদীপ কুমার ঘরামি। যদিও অল্পের জন্য সেঞ্চুরি করার সুযোগ হারান। ব্যক্তিগত ৯৪ রানে তাঁকে ফেরান প্রশান্ত বীর। গত ম্যাচের 'হিরো' শাহবাজ আহমেদ ভালোই খেলছিলেন। তবে ৪৩-এর বেশি এগোল না তাঁর ইনিংস। শেষের দিকে আকাশ দীপ ১৬ বলে ৩৩ রান না করলে বাংলা হয়তো আড়াইশোও পেরত না। ৫০ ওভারের কোটা শেষ করার ২৯ বল আগেই বাংলা গুটিয়ে যায় ২৬৯ রানে।

শক্তিশালী উত্তরপ্রদেশের কাছে ২৭০ রানের লক্ষ্য কার্যত সহজ। সেটাই প্রমাণ করে তারা। তবে শুরুতে অবশ্য ঝটকা দিয়েছিলেন আকাশ দীপ। তাঁর বলে ব্যক্তিগত ৪ রানে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক গোস্বামী। এরপর উইকেটে জমে যান আরিয়ান জুয়াল এবং ধ্রুব জুরেল। তাঁদের জুটিতে ওঠে গুরুত্বপূর্ণ ১৩২ রান। সেখানেই হয়তো দেওয়াল লিখনটা স্পষ্ট হয়ে গিয়েছিল। ৫৬ রানে আরিয়ান ফিরলেও জুরেল ছিলেন সপ্রতিভ। তিনি করেন ৯৬ বলে ১২৩ রান। শেষ পর্যন্ত ২৬ বলে ৩৭ অপরাজিত থেকে দলকে জয়ের সরণিতে পৌঁছে দেন অধিনায়ক রিঙ্কু সিং। বাংলার হয়ে মহম্মদ শামি এদিন আহামরি ছিলেন না। ১টি উইকেট পেলেও ৭ ওভারে খরচ করেন ৫৩ রান। আকাশ দীপ, অঙ্কিত মিশ্র, রোহিত কুমাররা ভাগ করে নেন ১টি করে উইকেট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নকআউটে যেতে গেলে উত্তরপ্রদেশকে বড় ব্যবধানে হারাতে হত বাংলাকে।
  • তবে জয় তো দূরের কথা, ৫ উইকেটে হেরে বিজয় হাজারে ট্রফির পরের রাউন্ডে যাওয়ার আশা শেষ হল অভিমন্যু ঈশ্বরণের দলের।
  • বঙ্গ ব্রিগেডকে হারিয়ে প্রতিযোগিতায় টানা ৭ ম্যাচ জয় পেল উত্তরপ্রদেশ।
Advertisement