সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা বোলার জশপ্রীত বুমরাহ। টেস্টে তিনি শেষ ছয় হজম করেছেন তিন বছরের বেশি সময় আগে। তার পুনরাবৃত্তি ঘটালেন ১৯ বছরের অজি ব্যাটার স্যাম কনস্টাস। বুমরাহকে দুটি ছয় মেরেছেন তিনি। এ যেন একেবারে নতুন অভিজ্ঞতা! তা নিয়ে বুমরাহ কী বলছেন?
ভারতীয় তারকা পেসারের স্পষ্ট বক্তব্য, "এই ধরনের অভিজ্ঞতা আগেও হয়েছে। আমি তো প্রচুর টি-টোয়েন্টি খেলেছি। সেখানে ১২ বছরের অভিজ্ঞতা আছে। এটা ঠিক যে, কনস্টাস আকর্ষণীয় ব্যাটার। কিন্তু কখনও মনে হয়নি আমি ওর উইকেট তুলতে পারব না। প্রথম দুই ওভারে আমি ওকে ৬-৭ বার আউট করতে পারি। এটা ভেবেই মাঠে নেমেছিলাম। কিন্তু ক্রিকেট এরকমই। কোনও দিন সবকিছু ঠিকঠাক চলে। কোনও দিন সেটা হয় না। তখন সেই ব্যক্তিকেই সমালোচনা করা হয়। আমি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ভালোবাসি। সব সময় নতুন চ্যালেঞ্জ খুঁজি।"
শেষ পর্যন্ত জাদেজার বলে ৬০ রানে আউট হন কনস্টাস। কিন্তু তারপরেও অজি ব্যাটিংকে শান্ত করতে পারেননি ভারতীয় বোলাররা। তার মধ্যেও বুমরাহ ৪ উইকেট তুলে নিয়েছেন। সেই নিয়ে তাঁর বক্তব্য, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেললে সব সময় আমার সেরাটা বেরিয়ে আসে। এখানে ২০১৮ সালে খেলেছি। ২০১৬ সালে ওয়ানডে অভিষেক এখানেই হয়। তবে এখানে উইকেট পাটা, নতুন কোকাবুরা বলে তবু কিছু সাহায্য পাওয়া যায়, কিন্তু তারপর আর কিছু থাকে না। ফলে আপনি কতটা নিখুঁত, তার পরীক্ষা হয়। আবহাওয়া আপনার ফিটনেসের পরীক্ষা নেবে। তার জন্য ধৈর্য্য ধরতে হয়।"
স্মিথের সঙ্গে নিজের মিলও খুঁজে পাচ্ছেন বুমরাহ। অজি ব্যাটারের ব্যাটিং যেমন আলাদা ধাঁচের, বুমরাহর বোলিংও সেরকম। আর সেই জন্য স্মিথের সঙ্গে লড়াই আরও আকর্ষণীয় হয় বলে মত ভারতীয় বোলারের।