সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলিকে ঘিরে বাগযুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। কখনও পন্টিং খোঁচা দিচ্ছেন। কখনও-বা পালটা দিচ্ছেন গৌতম গম্ভীর। এবার ফের খোঁচা দিলেন প্রাক্তন অজি তারকা। যেখানে তিনি গম্ভীরকে যা বললেন, তার মানে দাঁড়াতে পারে ভারতের কোচ সবসময় বিরক্ত থাকেন এবং সহজেই খেপে যান।
ঘটনার শুরু পন্টিংয়ের মন্তব্য থেকেই। সামনেই বর্ডার গাভাসকর ট্রফি। ইতিমধ্যে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে ভারতীয় দল। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকামের পর কিছুটা চাপে বিরাটরা। এর মধ্যেই পন্টিং বলেছিলেন, "গত পাঁচ বছরে বিরাট টেস্টে মাত্র দুটি সেঞ্চুরি করেছে। এটা আমার ভালো বলে মনে হচ্ছে না। এটা চিন্তার বিষয়। কোহলি না হয়ে অন্য কেউ হলে, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার আর সুযোগই পেত না।” কোহলি অবশ্য দুটি নয়, তিনটি সেঞ্চুরি করেছেন।
যার জবাবে সাংবাদিক সম্মেলন থেকেই গম্ভীর বলেছিলেন, “ভারতের ক্রিকেট নিয়ে পন্টিংয়ের এত মাথাব্যথা কীসের? ওর অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে ভাবা উচিত। বিরাট-রোহিতকে নিয়ে এত চিন্তা না করলেও চলবে। ওরা দুজনেই ভারতীয় ক্রিকেটকে প্রচুর কিছু দিয়েছে। ভবিষ্যতেও অবদান রাখবে। আমার কাছে আসল হল, ওরা প্রচুর পরিশ্রম করছে।”
এবার ফের খোঁচা দিলেন পন্টিং। তবে সেটা বিরাটকে নয়। বরং গম্ভীরকে উদ্দেশ্য করে। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, "আমার বক্তব্যের পালটা জবাব শুনে অবাকই হয়েছিলাম। তার পর জানলাম সেটা করেছে ভারতের কোচ গৌতম গম্ভীর। ও তো সবসময় বিরক্ত হয়ে থাকে। সবকিছুতেই গোঁসা করে আর সহজেই খেপে যায়। তাই ও জবাব দিয়েছে শুনে আমি অবাক হইনি।" তার পরই বিরাটকে নিয়ে পন্টিংয়ের সাফাই, "তবে আমি কোনওভাবেই কোহলির সমালোচনা করিনি। আমার বক্তব্য ছিল, অস্ট্রেলিয়ায় ও এর আগে ভালো খেলেছে। ফলে বিরাট কামব্যাক করতে চাইবে। আমি নিশ্চিত, আগে যেরকম সেঞ্চুরি করত, সেটা করতে না পারায় বিরাটও চিন্তিত। কিন্তু ও অসাধারণ প্লেয়ার। অস্ট্রেলিয়াতে আগেও ভালো খেলেছে।" সব মিলিয়ে বর্ডার গাভাসকর ট্রফির সময় যত এগোচ্ছে, তত উত্তাপ বাড়তে শুরু করেছে।