shono
Advertisement

Breaking News

Lottery Scam

লটারি দুর্নীতিতে অ্যাকশনে ইডি, কলকাতা-মধ্যমগ্রামে তল্লাশি

অভিযোগ, লটারি জেতার টাকা থেকে কর বাবদ অর্থ সরকারের কোষাগারে না দিয়ে হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হত। সেই সূত্রে খরে দিল্লিতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে।
Published By: Paramita PaulPosted: 10:52 AM Nov 14, 2024Updated: 01:53 PM Nov 14, 2024

অর্ণব আইচ: ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সাতসকালে নামী লটারির গোডাউনে হানা দেয় ইডি। একযোগে কলকাতা ও মধ্যমগ্রামের তিন জায়গায় চলছে তল্লাশি।

Advertisement

এদিন সকালে ইডির পূর্বাঞ্চলীয় দপ্তর থেকে কয়েকটি তদন্তকারী দল বের হয়। তাদের একটি দল যায় দমদম এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগরের একটি গোডাউনে। দোতলা বিল্ডিংয়ের পুরোটাই ডিয়ার লটারির পূর্বাঞ্চলের গোডাউন এবং দপ্তর বলে খবর। অপর দুটি দল লেক মার্কেট ও লেক গার্ডেন্স এলাকায় তল্লাশি চালাচ্ছে। এখানে লটারির এজেন্টদের বাড়ি ও অফিস বলে সূত্রের দাবি।

এই লটারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ, লটারি জেতার টাকা থেকে কর বাবদ অর্থ সরকারের কোষাগারে না দিয়ে হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হত। সেই সূত্রে খরে দিল্লিতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে। এর পর কলকাতায় হানা দিল ইডি। সকালেই বিল্ডিংগুলি কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে। তার পর শুরু হয় তল্লাশি। প্রতিবেদনটি প্রকাশিত হওয়া পর্যন্ত তল্লাশি চলছে।  উল্লেখ্য, রাজ্যে শিক্ষা-পুর-রেশন-গরু পাচার সহ একাধিক মামলার তদন্ত করছে ইডি। শহরের বিভিন্ন প্রান্তে হানা দিচ্ছে তারা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
  • বৃহস্পতিবার সাতসকালে নামী লটারির গোডাউনে হানা দেয় ইডি।
  • একযোগে কলকাতা ও মধ্যমগ্রামের তিন জায়গায় চলছে তল্লাশি।
Advertisement