রাজর্ষি গঙ্গোপাধ্যায়: দীর্ঘ জল্পনা শেষে জানা গেল, চলতি মাসেই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। পারথ টেস্ট (Border Gavaskar Trophy) চলাকালীনই তিনি অজিভূমে পৌঁছে যাবেন। তবে প্রত্যাশামতোই প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না। কারণ পারথ টেস্টের তৃতীয় দিন, অর্থাৎ ২৪ নভেম্বর অস্ট্রেলিয়ায় পৌঁছচ্ছেন ভারত অধিনায়ক। অ্যাডিলেডে দিনরাতের টেস্টে তিনি খেলতে নামবেন। উল্লেখ্য, দ্বিতীয়বার বাবা হওয়ার পরে ছুটি নিয়েছিলেন রোহিত।
গত শুক্রবার দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন রোহিতপত্নী ঋতিকা সাজদে। রোহিতের অস্ট্রেলিয়া উড়ে যাওয়াটা নির্ভর করছিল, তাঁর সন্তান কবে পৃথিবীর আলো দেখছে সেটার উপর। শুক্রবার রাতে জুনিয়র হিটম্যানের জন্মের খবর পাওয়ার পরে ক্রিকেটমহলে জল্পনা শুরু হয়েছিল, পারথ টেস্টের আগেই অস্ট্রেলিয়ায় উড়ে যেতে পারেন ভারত অধিনায়ক। কিন্তু পরে জানা যায়, রোহিত বেশ কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। তাই প্রথম টেস্টের আগে কোনওমতেই অস্ট্রেলিয়ায় পৌঁছে খেলতে নামা সম্ভব নয়।
আগামিকাল থেকে শুরু হচ্ছে পারথ টেস্ট। ওই ম্যাচ চলাকালীনই অস্ট্রেলিয়ায় পৌঁছবেন রোহিত। ২৪ নভেম্বর অর্থাৎ রবিবার অস্ট্রেলিয়ায় পা রাখবেন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে। অর্থাৎ প্রথম টেস্টের পর ন’দিনের ব্যবধান রয়েছে। তাই অনুমান করা যায়, অ্যাডিলেডে দিনরাতের টেস্ট খেলতে নেমে পড়বেন রোহিত। উল্লেখ্য, পরিবারের সঙ্গে সময় কাটালেও বেশ কয়েকবার মুম্বইয়ে অনুশীলন করতে দেখা গিয়েছে হিটম্যানকে। তবে অজি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কবে অনুশীলনে নামবেন ভারত অধিনায়ক, তা এখনও জানা যায়নি।