সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নো হ্যান্ডশেক’-এর পর ক্যাচ নিয়েও নাটক চলল যুব এশিয়া কাপে। বড়দের এশিয়া কাপে তিন-তিনবার ভারত-পাকিস্তান 'যুদ্ধ' হয়েছিল। তিনবারই জিতেছিল ভারত। এরপর মহিলাদের বিশ্বকাপেও পাক দলকে হারান হরমনপ্রীতরা। তবে যুব এশিয়া কাপে বৈভব, জিতেশরা জয়ের ধারা বজায় রাখতে পারলেন না। ৮ উইকেটে হেরে যাওয়া ম্যাচে ক্যাচ নিয়ে তৈরি হল বিতর্ক।
ঠিক কী ঘটেছে? পাকিস্তানের ইনিংসের দশম ওভারের প্রথম বলের ঘটনা। সুয়শ শর্মার বল তুলে মারেন পাক ওপেনার মাজ সাদাকাত। লং অনে সেই ক্যাচ প্রথমে তালুবন্দি করেন নমন ধীর। কিন্তু টাল সামলাতে পারেননি। তবে বাউন্ডারির বাইরে পা যাওয়ার আগেই বুদ্ধিমত্তার সঙ্গে বল এপারে ছুড়ে দেন। সেই ক্যাচ নেন নেহাল ওয়াধেরা। এবং নাটকের শুরু এরপরেই।
সাদাকাত ভেবেছিলেন তিনি আউট। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তের দিকে না তাকিয়ে সাজঘরে ফিরে যান তিনি। কিন্তু আম্পায়াররা তখন রিভিউ করছিলেন। প্রায় পাঁচ মিনিট ক্যাচের ভিডিও রিপ্লে দেখার পর নটআউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। এহেন সিদ্ধান্তে বিস্মিত হয়ে যান বৈভবরা। তৎক্ষণাৎ প্রতিবাদও জানান তাঁরা। এমনকী ভারতের ডাগআউটও উত্তপ্ত হয়ে ওঠে। আম্পায়াররাও নিজেদের মতো করে বোঝানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত নটআউটের সিদ্ধান্তে অটল থাকেন আম্পায়াররা।
ফিরে এসে ৩১ বলে হাফসেঞ্চুরি করেন সাদাকাত। শেষ পর্যন্ত ৪৭ বলে অপরাজিত ৭৯ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। আইসিসি'র নতুন নিয়ম হল, যদি কোনও ফিল্ডার সীমানার বাইরে থেকে বলটিকে একবারের বেশি স্পর্শ করেন, তাহলে ক্যাচটি অবৈধ বলে ঘোষণা করা হবে। অর্থাৎ, বাউন্ডারির বাইরে শূন্যে লাফিয়ে বলকে বারবার স্পর্শ করা যাবে না। ‘রাইজিং স্টার এশিয়া কাপ’-এ ভারত-পাক ম্যাচের আম্পায়ারদের দাবি, নমন-নেহালের যৌথ ক্যাচটির ক্ষেত্রে সেটাই ঘটেছে। নটআউট দেওয়া হয়েছে আইসিসি'র নিয়ম মেনেই।
উল্লেখ্য, হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ ছিল বড়দের এশিয়া কাপ। এরপর মহিলাদের বিশ্বকাপেও একই রাস্তায় হেঁটেছিল ভারতীয় মহিলা দল। এবার যুব এশিয়া কাপেও একই ছবি। পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক ইরফান খান নিয়াজির সঙ্গে হ্যান্ডশেকের পথে হাঁটলেন না ভারত ‘এ’ দলের অধিনায়ক জিতেশ শর্মা। টসের পর দেখা যায়, সোজা ডাগআউটের দিকে হাঁটা লাগিয়েছেন জিতেশ। এমনকী দুই দলের জাতীয় সঙ্গীতের পরেও ভারতীয় ক্রিকেটাররা হ্যান্ডশেক না করেই চলে যান। পহেলগাঁও হামলার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে। এই আবহে পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর পথে যায়নি ভারত। অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তানিদের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’ নীতিতে চলছে ভারতীয় ক্রিকেট। আর ‘নো হ্যান্ডশেক’-এর পর ক্যাচ নিয়েও চলল নাটক। সব মিলিয়ে যুব এশিয়া কাপে এড়ানো গেল না বিতর্ক।
