সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৩ ফেব্রুয়ারি মাঠের মহারণের কী ফল হবে, এখনও জানা নেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের সঙ্গে টেক্কা নিতে গিয়ে বারবারই মুখ থুবড়ে পড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট শুরুর দিনও একইভাবে নিজের ভুল শুধরে নিতে বাধ্য হল পিসিবি। পাকভূমে ভারতীয় পতাকা না রাখার যে 'স্পর্ধা' তারা দেখিয়েছিল, হাজারো বিতর্কের পর সেই ইস্যুতে নতিস্বীকার করে নিলেন নাকভিরা। বুধবার অন্যান্য দেশের পতাকার পাশাপাশি বাবর আজমদের দেশে উড়ল তেরঙ্গাও।
আইসিসির নিয়ম অনুযায়ী, আয়োজক দেশে অংশগ্রহণকারী প্রতিটি দলের পতাকা উড়বে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে টুর্নামেন্ট শুরুর দুদিন আগে করাচি স্টেডিয়ামে ছিল না ভারতীয় তেরঙ্গা। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। সোশাল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত নেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু পাকভূমে কেন ভারতের জাতীয় পতাকা অনুপস্থিত, তার ব্যাখ্যাও দেয় পিসিবি। জানানো হয়, যে দলগুলি পাকিস্তানের মাটিতে খেলবে, শুধুমাত্র তাদের পতাকাই উড়বে সেখানে। হাইব্রিড মডেল মেনে রোহিত শর্মারা যেহেতু দুবাইয়ে খেলবেন, তাই পাকিস্তানের কোনও স্টেডিয়ামে ভারতের পতাকা রাখা হয়নি। কিন্তু এহেন যুক্তি শেষমেশ ধোপে টিকল না।
মঙ্গলবার বিসিসিআই ভাইস-চেয়ারম্যান রাজীব শুক্লা স্পষ্ট জানিয়ে দেন, পিসিবিকে নিশ্চিত করতে হবে যাতে বাকি দেশগুলির পতাকার সঙ্গে সেখানে তেরঙ্গাও থাকে। অবশেষে বিতর্কের মুখে সিদ্ধান্ত বদল করল পিসিবি। রাজীব শুক্লার 'হুঙ্কারে'র পরদিনই অর্থাৎ টুর্নামেন্ট শুরুর দিন পাকভূমে উড়ল ভারতের পতাকা। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই দৃশ্য। এতকিছুর পর আর কি বিসিসিআইয়ের সঙ্গে টেক্কা নেওয়ার কথা ভাববে পাক বোর্ড?
