shono
Advertisement

Breaking News

Mitchell Starc

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরলেন স্টার্ক, পেস ত্রিফলাহীন অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ

চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেই ছিটকে গিয়েছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড।
Published By: Arpan DasPosted: 09:52 AM Feb 12, 2025Updated: 10:05 AM Feb 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফের ধাক্কা অস্ট্রেলিয়ার। ইতিমধ্যেই বাদ পড়েছেন কামিন্স ও হ্যাজেলউড। এবার সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক। ফলে পেস ত্রিফলাকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে অস্ট্রেলিয়া। সেখানে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর এক সপ্তাহ বাকি। ১২ ফেব্রুয়ারি ছিল দল চূড়ান্ত করার শেষ দিন। কিন্তু শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক। ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না তিনি। যা নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, "আমরা স্টার্কের সিদ্ধান্তকে সম্মান করি। ওর অনুপস্থিতি আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ের জন্য বিরাট ক্ষতি। কিন্তু তার ফলে নতুনরাও উঠে আসার সুযোগ পাবেন।"

তবে অনুমান করা হচ্ছে স্টার্কের সরে যাওয়ার পিছনে একটি মূল কারণ চোট। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের সময়ই সামান্য অস্বস্তি চোখে পড়েছিল। তারপর অস্ট্রেলিয়ায় ফিরেও যান। তবে স্টার্কের সরে যাওয়ার কারণ পরিষ্কার করে জানানো হয়নি। অর্থাৎ স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড- পেস ত্রিফলা থাকবে না অস্ট্রেলিয়া দলে। সেই জায়গায় স্পেনসার জনসন, নাথান এলিস, শন অ্যাবটরা পেস বিভাগের দায়িত্ব সামলাবেন।

অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। তবে কামিন্স ছিটকে যাওয়ার পর সেটা একপ্রকার নিশ্চিত ছিল। সেটাতে সিলমোহর দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর কাজ যথেষ্ট কঠিন হতে চলেছে। পেস ত্রিফলাকে পাবেন না। তাছাড়া কিছু দিন আগেই আচমকা অবসর নিয়েছেন মার্কাস স্টয়নিস। চোটের জন্য নেই মিচেল মার্শও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফের ধাক্কা অস্ট্রেলিয়ার। ইতিমধ্যেই বাদ পড়েছেন কামিন্স ও হ্যাজেলউড।
  • এবার সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক।
  • ফলে পেস ত্রিফলাকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে অস্ট্রেলিয়া। সেখানে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
Advertisement