shono
Advertisement
Chris Gayle

নিতম্ব দোলানো স্বল্পবসনাদের মাঝে অন্তর্বাস পরে তুমুল নাচ গেইলের, ভাইরাল বর্ষবরণের ভিডিও

'আদাত সে মজবুর' হয়ে বর্ষবরণের উদ্দাম পার্টিতে মাতলেন গেইল।
Published By: Anwesha AdhikaryPosted: 12:11 PM Jan 02, 2026Updated: 01:51 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিভ লাইফ কিং সাইজ। অর্থাৎ জীবনে যাই ঘটুক না কেন সবসময় মজা-আনন্দে মেতে থাকতে হবে। বরাবর এই মন্ত্রে বিশ্বাস করেছেন ক্রিস গেইল। পার্টি, উদযাপন, কার্নিভাল- এইসব নিয়েই মেতে থাকেন ইউনিভার্স বস। নতুন বছরের শুরুতেও বা তার অন্যথা হয় কী করে? তাই 'আদাত সে মজবুর' হয়ে বর্ষবরণের উদ্দাম পার্টিতে মাতলেন গেইল। শেয়ার করলেন জমজমাট পার্টির ভিডিও।

Advertisement

ক্রিকেট থেকে দূরে থাকলেও সোশাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় ইউনিভার্স বস। নানা ছবি-ভিডিওতে ভরে রয়েছে গেইলের ইনস্টাগ্রাম। তার সিংহভাগ জুড়ে থাকে গেইলের পার্টি লাইফের ছবি। মূলত বিশ্বের নানা প্রান্তের কার্নিভ্যালে চুটিয়ে আনন্দ করতে দেখা যায় ইউনিভার্স বসকে। ৪৫ বছর বয়স হলেও ক্রিকেটকে বিদায় জানাননি গেইল। পুরোপুরি অবসর ঘোষণা করেননি। নানা দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন। আর বাকি সময়টা মেতে থাকেন পার্টিতে। স্বল্পবসনাদের সঙ্গে উদ্দাম নিতম্ব নাচ, ধূমপান, সমুদ্রবক্ষে ভ্রমণ-কী না রয়েছে গেইলের পার্টি লাইফে! তাঁর সোশাল মিডিয়া সবসময়ই ভক্তদের নজর কাড়ে।

২০২৬কে স্বাগত জানাতে গেইল গিয়েছিলেন সেন্ট কিটসে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত এই সেন্ট কিটসে বর্ষশেষ এবং বর্ষবরণের সময়ে একাধিক কার্নিভাল আয়োজিত হয়। সেগুলিরই একটিতে অংশ নিয়ে নতুন বছর উদযাপনে মাতেন গেইল। গেরুয়া রঙের ডানা, নীল অন্তর্বাস পরে গানের তালে উদ্দাম নাচের ভিডিও নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন। ওই কার্নিভালের অন্যান্য ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে স্বল্পবসনাদের উদ্দাম নিতম্ব নাচ থেকে শুরু করে রংবেরঙের সাজ-সমস্তই রয়েছে।

গেইলের এই পোস্ট দেখে নেটিজেনদের মত, ইউনিভার্স বসকে দেখে শেখা উচিত জীবন কীভাবে কাটাতে হয়। যেভাবে আনন্দ করে জীবন উপভোগ করছেন ক্যারিবিয় ক্রিকেটার, সেই দেখে ঈর্ষান্বিতের সংখ্যাও নেহাত কম নয়। তবে মাঠের বাইরের সমালোচনাকে বরাবরই ছক্কা মেরে উড়িয়ে দিয়েছেন গেইল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রিকেট থেকে দূরে থাকলেও সোশাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় ইউনিভার্স বস। নানা ছবি-ভিডিওতে ভরে রয়েছে গেইলের ইনস্টাগ্রাম।
  • ২০২৬কে স্বাগত জানাতে গেইল গিয়েছিলেন সেন্ট কিটসে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত এই সেন্ট কিটসে বর্ষশেষ এবং বর্ষবরণের সময়ে একাধিক কার্নিভাল আয়োজিত হয়।
  • গেইলের এই পোস্ট দেখে নেটিজেনদের মত, ইউনিভার্স বসকে দেখে শেখা উচিত জীবন কীভাবে কাটাতে হয়।
Advertisement