shono
Advertisement
Virat Kohli and Rohit Sharma

ওয়ানডে, আইপিএল, ঘরোয়া ক্রিকেট, ২০২৬-এ কতবার মাঠে নামবেন রোহিত-বিরাট?

টি-২০ ও টেস্ট, দুই ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন দুই মহাতারকা।
Published By: Subhajit MandalPosted: 04:41 PM Jan 01, 2026Updated: 04:41 PM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ ও টেস্ট, দুই ফরম্যাট থেকেই তাঁরা অবসর নিয়েছেন। এখন শুধু খেলেন ওয়ানডে-তে। সমস্যা হল এই ওয়ানডে ফরম্যাটটি ইদানিং আর বেশি খেলা হয় না। যার ফলে ভারতীয় ক্রিকেটের দুই মহারথী বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে খুব বেশি খেলতে দেখার সুযোগ পান না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ২০২৬ সালেও তাঁদের মাঠে নেমে খেলতে দেখা যাবে হাতে গোণা কয়েকটি ম্যাচে।

Advertisement

হিসাব বলছে, অবসর গ্রহণ না করলে, চোট না পেলে বা কোনওভাবে দল থেকে বাদ না পড়লে ২০২৬ সালে অন্তত ২৯ বার মাঠে নামবেন দুই মহারথী। শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামেন তাঁরা। আগামী ১১ জানুয়ারি ফের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে খেলতে দেখা যাবে তাঁদের। এরপর টি-২০ বিশ্বকাপ চলাকালীন তাঁরা মাঠের বাইরেই থাকবেন। মার্চ থেকে শুরু আইপিএল। সেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেরই অন্তত ১৪টি ম্যাচ খেলার কথা।

দেশের হয়ে ফের তাঁদের খেলতে দেখা যাবে জুনে। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। জুলাই মাসেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেখানেও তিনটি ওয়ানডে খেলার কথা। এর পর বছর শেষে ঘরের মাঠে জোড়া সিরিজ রয়েছে ভারতের। ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি করে ওয়ানডে খেলার কথা দুই মহাতারকার। যদি না চোট বা অন্য কারণে ছিটকে যান বা বিশ্রাম দেওয়া হয়।

সব মিলিয়ে ২০২৬ সালে ১৫টি ওয়ানডে খেলার কথা ভারতের। অর্থাৎ জাতীয় দলের জার্সিতে ১৫ বারই নামবেন দুই মহারথী। এর বাইরে অন্তত ১৪টি ম্যাচ আইপিএলে খেলার কথা তাঁদের। মুম্বই বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি নক আউটে ওঠে তাহলে সেই সংখ্যাটা বাড়তে পারে। সব মিলিয়ে নিশ্চিতভাবে ২৯ বার মাঠে নামার কথা তাঁদের। এর বাইরে আইপিএল নকআউটে খেলা বা বিজয় হাজারে-তে নামলে ম্যাচের সংখ্যা বাড়তে পারে। এখন আবার বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলাটাকে একপ্রকার বাধ্যতামূলক করে দিয়েছে। ফলে রো-কো-কেও ঘরোয়া ক্রিকেটে নামতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টি-২০ ও টেস্ট, দুই ফরম্যাট থেকেই তাঁরা অবসর নিয়েছেন।
  • সমস্যা হল এই ওয়ানডে ফরম্যাটটি ইদানিং আর বেশি খেলা হয় না।
  • যার ফলে ভারতীয় ক্রিকেটের দুই মহারথী বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে খুব বেশি খেলতে দেখার সুযোগ পান না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
Advertisement