shono
Advertisement
Rishabh Pant

ওকসকে আবেগঘন ভয়েস নোট পন্থের, আপ্লুত পেসার বলছেন, 'ঋষভের পা ভাঙার জন্য সরি'

ভারত অধিনায়ক শুভমান গিলও ওকসের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন।
Published By: Anwesha AdhikaryPosted: 01:39 PM Aug 07, 2025Updated: 01:39 PM Aug 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার।’ সদ্যসমাপ্ত ভারত-ইংল্যান্ড সিরিজে এই উক্তি কিছুটা সত্যি হয়েছে ঋষভ পন্থ এবং ক্রিস ওকস, দুই ক্রিকেটারের ক্ষেত্রেই। ম্যাঞ্চেস্টার টেস্টে ভাঙা পায়ের পাতায় চোট পেয়েও সবটুকু উজাড় করে দিয়ে নেমেছিলেন পন্থ। আর ওভালে ভাঙা কাঁধ নিয়ে ব্যাট করতে নেমে সেই উদাহরণই আবারও তুলে ধরেন ওকস। সিরিজ শেষে ইংরেজ পেসার জানালেন, তাঁকে আবেগঘন বার্তা পাঠিয়েছেন পন্থ।

Advertisement

ম্যাঞ্চেস্টারে ওকসের বলেই রিভার্স সুইপ করতে গিয়েই বিপদ ডেকে এনেছিলেন পন্থ। পায়ের পাতা ভেঙে যায় তাঁর। তবে যন্ত্রণা নিয়েও ম্যাঞ্চেস্টারে ব্যাট করতে নেমেছিলেন পন্থ। অন্যদিকে, ওভাল টেস্টের প্রথম দিন ৫৭তম ওভারে করুণ নায়ারের শট আটকাতে বাউন্ডারি লাইনে ডাইভ দেন ওকস। বাউন্ডারি বাঁচিয়ে ফেললেও বা কাঁধে চোট পান তিনি। তবে দলের প্রয়োজনে ভাঙা কাঁধ নিয়েই ব্যাট হাতে নেমে পড়েন ৩৬ বছর বয়সি এই পেসার। শেষ পর্যন্ত সিরিজ ড্র হয়েছে, ফলে জয়ীর শিরোপা উঠেছে দুই লড়াকু ক্রিকেটারের মাথাতেই।

সিরিজ শেষ হওয়ার পর চোট এবং সেই নিয়ে খেলতে নামার প্রসঙ্গে মুখ খুলেছেন ওকস। তাঁর কথায়, "রূপকথার মতো জয়টা আমরা পাইনি। তার জন্য এখনও খুব হতাশ লাগে। তবে আমি ঠিক করে ফেলেছিলাম, জেতার জন্য যদি ১০০ রানও বাকি থাকে তবু ব্যাট করতে নামব। সকলে উঠে দাঁড়িয়ে আমাকে অভিনন্দন জানিয়েছে। এমনকি ভারতীয় দলেরও বেশ কয়েকজন বাহবা জানিয়েছে। তবে আমি মনে করি এই পরিস্থিতিতে সব ক্রিকেটারই ব্যাট করতে নামতেন।"

ইংরেজ পেসার আরও বলেন, "ঋষভ আমাকে স্যালুট জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিল। তাই ধন্যবাদ জানিয়ে আমিও ওর আরোগ্য কামনা করে মেসেজ করেছি। তখন ঋষভ ভয়েস নোট পাঠিয়ে বলে, 'দ্রুত সুস্থ হয়ে ওঠো। আশা করি আমরা আবার খেলতে নামব'। ওর পা ভেঙে যাওয়ার জন্যও দুঃখ প্রকাশ করেছি।" ভারত অধিনায়ক শুভমান গিলও ওকসের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ম্যাঞ্চেস্টারে ওকসের বলেই রিভার্স সুইপ করতে গিয়েই বিপদ ডেকে এনেছিলেন পন্থ। পায়ের পাতা ভেঙে যায় তাঁর।
  • সিরিজ শেষ হওয়ার পর চোট এবং সেই নিয়ে খেলতে নামার প্রসঙ্গে মুখ খুলেছেন ওকস।
  • ইংরেজ পেসার আরও বলেন, "ঋষভ আমাকে স্যালুট জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিল। তাই ধন্যবাদ জানিয়ে আমিও ওর আরোগ্য কামনা করে মেসেজ করেছি।
Advertisement