shono
Advertisement
Virat Kohli

ফেরালেন ৩০০ কোটি টাকার প্রস্তাব! ব্যবসার ময়দানে নতুন ইনিংস বিরাটের

নতুন ভূমিকায় দেখা যাবে বিরাটকে।
Published By: Anwesha AdhikaryPosted: 02:28 PM Dec 08, 2025Updated: 03:16 PM Dec 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠে দুরন্ত ফর্মে রয়েছেন। এবার মাঠের বাইরে নতুন ইনিংস শুরু করলেন বিরাট কোহলি। স্পোর্টসওয়্যার স্টার্টআপ অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। এবং তার জন্য বিশ্বখ্যাত সংস্থা পুমার দেওয়া ৩০০ কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অ্যাজিলিটাস স্পোর্টসের অংশীদারিত্বও থাকবে বিরাটের হাতে।

Advertisement

দক্ষিণ আফ্রিকা সিরিজের তিন ম্যাচে দুই সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। রবিবারই ভারত ছেড়ে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন বিরাট। তারপর সোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন নিজের নতুন ইনিংসের। বিরাটের কথায়, "আমি যখন এই বিষয়টা প্রথম শুনি, তখনই ঠিক করে নিয়েছিলাম এখানে যোগ দেব। যারা এই সংস্থায় রয়েছেন, যেভাবে স্পোর্টসওয়্যার তৈরি হবে, সব মিলিয়ে আমার মনে হয়েছে এটা বিরাট উদ্যোগ।"

অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে কী কী চুক্তি হয়েছে বিরাটের? কেবলমাত্র সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন, নতুন এই স্টার্টআপের বিনিয়োগকারী হিসাবেও যুক্ত থাকবেন কিং কোহলি। ১.৯৪ শতাংশ শেয়ারও থাকবে তাঁর হাতে। শুধু তাই নয়, বিরাটের নিজস্ব পোশাকের ব্র্যান্ড One8-এর পণ্যও বিক্রি করা হবে অ্যাজিলিটাস স্পোর্টসের বাণিজ্যিক কৌশলের মাধ্যমে। আমজনতার আরও কাছে বিরাটের ব্র্যান্ডের পণ্য পৌঁছে দিতে নতুন কৌশল নেবে অ্যাজিলিটাস স্পোর্টস।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই পুমার সঙ্গে আট বছরের চুক্তি ছিন্ন করেন বিরাট। ১১০ কোটি টাকায় ২০১৭ সালে এই চুক্তি হয়েছিল। সেটা রিনিউ করার জন্য পুমার তরফ থেকে ৩০০ কোটি টাকার অফার দেওয়া হয়েছিল বিরাটকে, এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু সেই অফার বাতিল করেছেন বিরাট। উল্লেখ্য, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পুমার প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গঙ্গোপাধ্যায়ই শুরু করছেন অ্যাজিলিটাস স্পোর্টস স্টার্টআপ। তাঁর উপরে ভরসা রাখছেন বিরাট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণ আফ্রিকা সিরিজের তিন ম্যাচে দুই সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার।
  • কেবলমাত্র সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন, নতুন এই স্টার্টআপের বিনিয়োগকারী হিসাবেও যুক্ত থাকবেন কিং কোহলি।
  • চলতি বছরের শুরুতেই পুমার সঙ্গে আট বছরের চুক্তি ছিন্ন করেন বিরাট। ১১০ কোটি টাকায় ২০১৭ সালে এই চুক্তি হয়েছিল।
Advertisement