সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কোচিংয়েই ২০১১ সালের বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এবার সেই তিনিই টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যদের হারানোর ছক কষবেন। এবার নামিবিয়া দলের পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার গ্যারি কার্স্টেনকে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে নামিবিয়া। অর্থাৎ টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ এবার ভারতের বিরুদ্ধেই পরিকল্পনা সাজাবেন। নতুন দায়িত্ব পেয়ে কার্স্টেন বলেন, "ক্রিকেট নামিবিয়ার সঙ্গে যুক্ত হতে পেরে পেরে সম্মানিত। এই দলের মনোভাব এবং আবেগ দেখে আমি মুগ্ধ। টিমে অসাধারণ পরিবেশও রয়েছে। ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা থেকেই বিশ্বমানের স্টেডিয়াম তৈরি করেছে ওরা। নামিবিয়ার পুরুষদের দল ভালোই খলছে। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ওদের একটু সাহায্য করতে চাই।"
এই নিয়ে টানা চতুর্থবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। ২০২১, ২০২২ এবং ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল তারা। উল্লেখ্য, ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০০৭ সালে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন কার্স্টেন। ভারতকে বিশ্বকাপ জেতানোর পর ২০১১-১৩ সালে দক্ষিণ আফ্রিকার কোচিংয়ের দায়িত্ব সামলেছিলেন। ২০২৪ সালে কিছুদিনের জন্য পাকিস্তানের কোচ হিসাবেও দেখা গিয়েছিল তাঁকে। যদিও পদত্যাগ করেছিলেন। এবার সেই পাকিস্তানও নামিবিয়ার সঙ্গে একই গ্রুপে।
২০১৫ ও ২০১৬ সালে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। কিন্তু দিল্লির কোচ হিসেবে কার্স্টেন মোটেও সফল নন। ২৮টি ম্যাচের মধ্যে ২০টিতেই হারতে হয়েছিল দিল্লিকে। দিল্লির পরে বছর খানেক মেগা টুর্নামেন্ট থেকে সরে থাকেন কার্স্টেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ হিসেবে পরে ফেরেন তিনি। বিরাট কোহলির দলের হয়েও উল্লেখযোগ্য পারফরম্যান্স তুলে ধরতে পারেননি ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া কোচ। এবার সেই কার্স্টেনকে দেখা যাবে নামিবিয়ার পরামর্শদাতা হিসাবে। দলের কোচ ক্রেগ উইলিয়ামস। ১২ ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রয়েছে ভারত বনাম নামিবিয়া।
