সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ জয়ে তাঁর অবদান অনস্বীকার্য। চোটের জন্য সেমিফাইনাল ও ফাইনালে খেলতে না পারলেও প্রতীকা রাওয়ালই ছিলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই প্রতীকাকে এবার পুরস্কৃত করল দিল্লি সরকার। দেড় কোটি টাকা আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়েছে ভারতীয় দলের এই ওপেনারের হাতে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এক্স হ্যান্ডলে প্রতীকার সঙ্গে ছবি পোস্ট করে তাঁকে পুরস্কার দেওয়ার খবর প্রকাশ্যে এনেছেন। পোস্টে লেখা হয়েছে, 'বিশ্বমঞ্চে দিল্লি এবং দেশের মুখ উজ্জ্বল করেছেন প্রতীকা। ক্রিকেটের প্রতি তাঁর দায়বদ্ধতা অসাধারণ। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য দিল্লি সরকারের তরফে এই পুরস্কার তুলে দেওয়া হল প্রতীকার হাতে। ভারতের নারীশক্তির জীবন্ত প্রতিমূর্তি তিনি। দিল্লি কেবল স্বপ্নের জন্মই দেয় না, তাকে উড়তেও শেখায়। প্রতীকার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক।'
উল্লেখ্য, জনসেবা সদনে প্রতীকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন রেখা গুপ্তা। সেখানে ভারতীয় দলের ক্রিকেটারকে সংবর্ধনা জানানো হয়। দেওয়া হয় দেড় কোটি টাকা আর্থিক পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আশিস সুদ এবং দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলিও।
উল্লেখ্য, বিশ্বকাপে অসাধারণ ফর্মে ছিলেন ২৫ বছর বয়সি ওপেনার। স্মৃতি মন্ধানার সঙ্গে জুটি বেঁধে ভারতকে বহুবার বড় রানের দিকে এগিয়ে দিয়েছেন। ৫১.৩৩ গড়ে ৩০৮ রান করেছেন। তিনি এবারের টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বোচ্চ ১২২ রান। চোটের জন্য দলে না থাকলেও প্রতীকা হুইল চেয়ারে বসে সতীর্থদের সঙ্গে সেলিব্রেট করেন বিশ্বজয়ের মুহূর্ত। কিন্তু মেডেল থেকে বঞ্চিত থাকতে হয়েছিল তাঁকে। অবশেষে সেই আক্ষেপও মিটেছে প্রতীকার। আর এবার দিল্লি সরকার তাঁকে সম্মানিত করল।
