সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-এর সেপ্টেম্বরে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন শাকিব আল হাসান। এবার সেই শাকিবই ফের বাংলাদেশের হয়ে খেলতে চান। অবসর ভেঙে প্রত্যাবর্তনের ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, দেশে ফিরে তিন ফরম্যাটেই একটা করে সিরিজ খেলে পাকাপাকিভাবে অবসর নিতে চান।
এহেন শাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০৬ সালে। ১৪ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান করেছেন তিনি। ৭০০-রও বেশি উইকেট নিয়েছেন। জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০২৪ সালের মে মাসের পর থেকে বাংলাদেশ ফেরেননি শাকিব। এখন কাউন্টি ক্রিকেট-সহ বিভিন্ন টি-টোয়েন্টি লিগেও খেলছেন তিনি। মইন আলির সঙ্গে 'বিয়ার্ড বিফোর উইকেট' নামক এক পডকাস্টে দেশের জার্সিতে ফের একবার খেলার ইচ্ছা পোষণ করেন ৩৮ বছর বয়সি এই ক্রিকেটার।
শাকিব বলেন, "আমি কিন্তু এখনও সরকারিভাবে ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করিনি। এই প্রথম আমি এটা প্রকাশ্যে আনছি। আমার পরিকল্পনা হল বাংলাদেশে ফিরে যাওয়া। সেখানে ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চাই। সেই কারণেই নিজেকে ফিট রাখতে আমি এখনও বিভিন্ন লিগে খেলা চালিয়ে যাচ্ছি। ভালো খেললাম নাকি খারাপ খেললাম, সেটা বড় কথা নয়। যে সমর্থকরা সব সময় আমার পাশে ছিলেন, ত৫য়ান্দের বিদায় জানানোর একটা মঞ্চ চাইছি। সেই কারণেই একটি হোম সিরিজ খেলে অবসর নিতে চাই।"
শেখ হাসিনার আওয়ামি লিগের টিকিটে সাংসদ হয়েছিলেন শাকিব। বাংলাদেশে আওয়ামি লিগ সরকারের পতনের পর থেকেই তাঁর বিরুদ্ধে জনরোষ তুঙ্গে উঠেছে। দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চাইলেও শাকিবকে জানিয়ে দেওয়া হয়েছিল, পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। বাংলাদেশে তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি শেয়ার বাজারে অর্থ আত্মসাৎ মামলা তদন্তের কারণে জাতীয় দলের ক্রিকেটার ও আওয়ামি লিগের প্রাক্তন সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে তাঁর পক্ষে ঘরে ফিরে কতটা মাঠে নামা সম্ভব হবে, সে ব্যাপারে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে।
