সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেকেআরের জার্সিতে মুস্তাফিজুর রহমানকে খেলানো নিয়ে বিতর্কের জল বহুদূর গড়িয়ে গিয়েছে। এতদিন শুধু হিন্দুত্ববাদীরা আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার খেলানোর বিরোধিতা করছিলেন। এবার তাতে ঢুকে পড়ল রাজনীতিও। বিজেপি নেতা সঙ্গীত সোম বলিউড বাদশাহকে বেইমান তকমা দিয়েছেন। উদ্ধব ঠাকরের শিব সেনা বলছে, যে কোনও মূল্যে মুস্তাফিজুরের খেলা তাঁরা আটকাবেন। পালটা সমর্থনও পাচ্ছেন এসআরকে। তাঁর পাশে দাঁড়াচ্ছে কংগ্রেস। অপ্রত্যাশিতভাবে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বাগেশ্বর বাবাও।
মাশরাফি মূর্তাজা, শাকিব আল হাসান, লিটন দাসের পর এবার কেকেআরে মুস্তাফিজুর রহমান। ঐতিহাসিকভাবে কেকেআরে বাংলাদেশি তারকাদের ‘আশ্রয়স্থল’ হিসাবে উঠে এসেছে। এ বছর রেকর্ড মূল্যে বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছে নাইটরা। কিন্তু আইপিএল নিলামের পর পরিস্থিতি বদলে গিয়েছে। ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। যা নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের একাংশ।
মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি হিন্দুত্ববাদী দলগুলিরও। ইতিমধ্যেই বিজেপি নেতা সঙ্গীত সোম বলে দিয়েছেন, “একদিকে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে। আর একদিকে আইপিএলে মুস্তাফিজুর রহমানদের মোটা টাকায় কেনা হচ্ছে। ওই বেইমান অভিনেতা ৯ কোটি টাকা দিয়ে বাংলাদেশি ক্রিকেটার কিনেছে। এ দেশে বেইমানদের বেঁচে থাকার কোনও অধিকার নেই।” উদ্ধব সেনার এক নেতাও বলছেন, "শাহরুখ যদি বাংলাদেশি ক্রিকেটারকে খেলান তাহলে তিনি সব সম্মান হারাবেন। আমরা কোনওভাবেই ওই বাংলাদেশিকে খেলাতে দেব না।" পাশাপাশি সুর চড়িয়ে দলের মুখপাত্র আনন্দ দুবের দাবি, বাংলাদেশি তারকা আইপিএলে খেললে, সেই অর্থ সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত হবে।
যদিও বিতর্কের মধ্যে কিং খানের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা মাণিকম ঠাকুর। তিনি বলছেন, "এভাবে শাহরুখ খানের মতো একজন সুপারস্টারকে বেইমান বলার মানে দেশের বহুত্ববাদে আক্রমণ। ঘৃণা কখনও জাতীয়তাবাদ হতে পারে না। এভাবে সমাজে বিষ ছড়ানো বন্ধ করুক আরএসএস।" খানিক চমকপ্রদভাবে বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রীও পরোক্ষে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলছেন, "খেলার মধ্যে এসব ঢোকানো উচিত নয়। কোনও ক্রিকেটারকে খেলানো হবে সেই সিদ্ধান্ত নেবে বিসিসিআই।" তবে একই সঙ্গে তাঁর সাফ কথা, "বাংলাদেশি ক্রিকেটারদেরও হিন্দুদের দুর্দশা নিয়ে কথা বলতে হবে।"
