shono
Advertisement

‘আমি তো ভাবতেও পারতাম না’, রিঙ্কুর পাঁচ ছক্কায় মোহিত বিরাটও

রিঙ্কু সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটদুনিয়া।
Posted: 12:38 PM Apr 16, 2023Updated: 12:38 PM Apr 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকানোর পর ক্রিকেটপ্রেমীদের মুখে এখন একটাই নাম- রিঙ্কু সিং (Rinku Singh)। প্রাক্তন ক্রিকেটার থেকে সতীর্থ সকলেই নাইট তারকার প্রশংসায় পঞ্চমুখ। এবার সেই তালিকায় যোগ হল বিরাট কোহলির (Virat Kohli) নাম। সাফ জানিয়ে দিলেন, রিঙ্কু যেভাবে ব্যাটিং করেছে সেটা কিং কোহলির পক্ষেও সম্ভব নয়।

Advertisement

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে ২৯ রান দরকার ছিল কেকেআরের। কার্যত অসম্ভব পরিস্থিতিতে পরপর পাঁচ বলে পাঁচটি ছয় মারেন রিঙ্কু। সেই কীর্তি দেখে মুগ্ধ বিরাট। তিনি বলেন, ” তরুণ ক্রিকেটাররা এখন যেভাবে ব্যাটিং করছে, সেটা অসাধারণ। চলতি আইপিএলের দিকেই যদি নজর রাখি, তাহলেই তো অনেক উদাহরণ রয়েছে।”

[আরও পড়ুন: হিন্দুত্ব নিয়ে বিতর্কিত মন্তব্যের শাস্তি! ভারতীয় নাগরিকত্ব হারালেন অভিনেতা]

এরপরেই রিঙ্কুর প্রসঙ্গ তুলে আনেন কোহলি। তিনি বলেন, “এই তো কয়েকদিন আগেই ইনিংসের শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মারল রিঙ্কু সিং। এহেন দৃশ্য আমি আগে কখনও দেখিনি। পরপর ছয় মেরে ম্যাচ জেতাল, দেখে আমি তো আশ্চর্য হয়ে গিয়েছি। এরকম ইনিংস আমি তো ভাবতেও পারি না। এমন তরুণ তারকা উঠে আসছে সেটা দেখতেও খুব ভাল লাগে।”

গুজরাটের বিরুদ্ধে দুরন্ত ইনিংসের পরে ইডেনেও ফের মারমুখী মেজাজে দেখা গিয়েছিল রিঙ্কুকে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ৩১ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। কিন্তু শেষ ওভারে উমরান মালিকের দুরন্ত বোলিং সামলে রান করতে পারেননি রিঙ্কু। দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। তবে তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেটদুনিয়া।

[আরও পড়ুন: স্কুলের ছাত্রদের সঙ্গে লাগাতার যৌনতা, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬ শিক্ষিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement