পাকিস্তান: ২৪১/১০ (শাকিল-৬২, রিজওয়ান-৪৬, কুলদীপ- ৪০/৩)
ভারত: ২৪৪/৪ (বিরাট-১০০*, শ্রেয়স- ৫৬)
ভারত জয়ী ৬ উইকেটে।

আট বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল টিম ইন্ডিয়ার। বেধে এসেছিল সমালোচনা। অবশেষে সেই হারের বদলা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের টিকিট কার্যত পাকা করে ফেললেন রোহিত শর্মারা। এদিন টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা মন্দ করেনি পাকিস্তান। শাকিল ও রিজওয়ানের লড়াইয়ে ২৫০ রানের কাছাকাছি পৌঁছে যায় পাক দল। তবে জবাবে সেই রান তুলতে বিরাট বেগ পেতে হয়নি ভারতকে। রোহিত ২২ রানে প্যাভিলিয়নে ফিরলেও ভরসার ইনিংস খেলেন শুভমান গিল, শ্রেয়স আইয়াররা। আর বিরাট ঝড়ে শেষমেশ তছনছ হয়ে যায় বাবরদের জয়ের আশা। ভারতের কাছে এই হারের ফলে টুর্নামেন্ট থেকে আয়োজক দেশের বিদায়ও একপ্রকার নিশ্চিত হয়ে গেল।
রাত ৯.৪৬: পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি বিরাট কোহলির। অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। আর সেই সঙ্গে আট বছর পর মধুর প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলল ভারত।
রাত ৯.৩৪: আরও একটি উইকেটের পতন। শাহিন আফ্রিদির ডেলিভারিতে রিজওয়ানের হাতে ক্যাচ তুলে ৬ বলে ৮ রানে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া।
রাত ৯.২৯: ৬৭ বলে ৫৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শ্রেয়স। খুশদিলের উড়ন্ত ক্যাচে আউট তিনি। ভারতের রান তিন উইকেট খুইয়ে ২১৪ রান।
রাত ৯.২০: বিরাটের পর হাফ সেঞ্চুরি শ্রেয়সেরও। পাকিস্তানের বিরুদ্ধে জয় যেন সময়ের অপেক্ষা।
রাত ৯.১৮: বিরাট ও শ্রেয়সের দুরন্ত পার্টনারশিপে ২০০ রানের গণ্ডি পার হল টিম ইন্ডিয়া।
রাত ৮.৫০: বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের জুটিতে ভর করে ২৯তম ওভারেই দেড়শো পেরল ভারত। চাপ তৈরিতে ব্যর্থ পাকিস্তান। শ্রেয়স আইয়ারের ক্যাচ ছাড়লেন সৌদ শাকিল।
রাত ৮.৪০: স্বভাবসিদ্ধ ভাবেই পাকিস্তান ম্যাচে জ্বলে উঠলেন কোহলি। নাসিম শাহর ওভারে চার মেরে হাফ সেঞ্চুরি করলেন তিনি।
রাত ৮টা ২০: ২১ ওভার শেষে ভারতের স্কোর দুই উইকেটে ১১৫। কোহলি খেলছেন ৪৬ রানে। শ্রেয়স আইয়ার খেলছেন ৫ রানে।
রাত ৮টা ১০: ১৮তম ওভারে ১০০ পেরোল ভারত। তবে টিম ইন্ডিয়ার সেলিব্রেশন দীর্ঘস্থায়ী হয়নি। অভিনব বলে গিলকে ফিরিয়ে ধাক্কা দিলেন আবরার আহমেদ। গিল ফিরলেন ৪৬ রান করে।
সন্ধে ৭:৪৫ ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রান পূরণ করলেন বিরাট কোহলি।
সন্ধে ৭:২৯ ৫০ রান পূর্ণ ভারতের। নবম ওভারেই এই রান তুলে ফেলল মেন ইন ব্লু। ক্রিজে রয়েছেন শুভমান গিল এবং বিরাট কোহলি।
সন্ধে ৭:১৩ আউট রোহিত শর্মা। বাউন্ডারি হাঁকানোর পরের বলেই ভারত অধিনায়ককে বোল্ড করলেন শাহিন আফ্রিদি। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৩১/১।
সন্ধে ৭ দ্বিতীয় ওভারে ঝোড়ো ব্যাটিং রোহিতের। নাসিম শাহর পরপর ডেলিভারিতে দুটি বাউন্ডারি মারলেন ভারত অধিনায়ক।
বিকেল ৬:৫০ ব্যাট করতে নামল ভারত। রোহিত শর্মা এবং শুভমান গিল ওপেন করতে নামলেন। পাক বোলিং শুরু করবেন শাহিন আফ্রিদি।
বিকেল ৬:২০ ২৪১ রানে অলআউট পাকিস্তান। দুই বল বাকি থাকতেই গুটিয়ে গেল পাক ব্যাটিং লাইন আপ। লোয়ার অর্ডারে ৩৮ রানের কার্যকরী ইনিংস এল খুশদিল শাহর ব্যাটে। তিন উইকেট কুলদীপ যাদবের। জোড়া উইকেট পেয়েছেন হার্দিক। একটি করে উইকেট পেয়েছেন হর্ষিত রানা, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। কিন্তু উইকেট পাননি শামি।
বিকেল ৬:০৪ পাকিস্তানের অষ্টম উইকেটের পতন। ১৪ রান করে আউট হলেন নাসিম শাহ। তিন উইকেট গেল কুলদীপের ঝুলিতে। নাসিমের ক্যাচ নিয়ে নতুন নজির গড়লেন বিরাট কোহলি। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অনফিল্ড ক্যাচের মালিক তিনি। সবমিলিয়ে ওয়ানডেতে ১৫৬টি ক্যাচ ধরেছেন বিরাট। ক্যাচ ধরার নিরিখে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্থানে রয়েছেন তিনি।
বিকেল ৫:৫৭ ৪৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২১১ রান। আউট হয়ে গিয়েছেন ৭ জন পাক ব্যাটার।
বিকেল ৫:৪৭ পরপর দুই বলে দুই উইকেট কুলদীপের। তবে হ্যাটট্রিক পেলেন না তারকা স্পিনার।
বিকেল ৫:৪৫ ফের উইকেট হারাল পাকিস্তান। কুলদীপের বলে মিসটাইম শট মারেন সলমন আঘা। দুরন্ত ক্যাচ ধরে তাঁকে ফেরান জাদেজা। ৬ উইকেট হারানোর পর ২০০ রান পূর্ণ করল পাকিস্তান।
বিকেল ৫:৩৫ ৪০ ওভার শেষে ১৮৩ রান পাকিস্তানের, ৫ উইকেট খুইয়ে।
বিকেল ৫:২০ পঞ্চম উইকেট হারাল পাকিস্তান। রবীন্দ্র জাদেজার শিকার হলেন তাহির। ৩৭ ওভারে মাত্র ১৬৬ রান পাকিস্তানের স্কোরবোর্ডে।
বিকেল ৫:১৫ চতুর্থ উইকেটের পতন। হাফসেঞ্চুরি করা শাকিলকে ফেরালেন হার্দিক। ৬২ রান করে প্যাভিলিয়নে পাক ব্যাটার। ম্যাচের দ্বিতীয় উইকেট গেল হার্দিকের ঝুলিতে।
বিকেল ৫:০৮ পাক অধিনায়ককে প্যাভিলিয়নে ফেরালেন অক্ষর প্যাটেল। ৪৬ রানে বোল্ড হলেন রিজওয়ান। তবে সহজ দুটি ক্যাচ ফসকালেন হর্ষিত রানা এবং কুলদীপ যাদব। ১৫০ রানের গণ্ডি পেরিয়ে গেল পাকিস্তান।
বিকেল ৪:৪৫ হাফেসেঞ্চুরি করলেন সউদ শাকিল। ৬৩ বলে ৫০ রান করেছেন তিনি। কিন্তু ৩০ ওভার কেটে গেলেও ১৫০রানের ধারেকাছে পৌঁছতে পারেনি পাকিস্তান। ৩১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৩৭/২।
বিকেল ৪:৩০ ১০০ রানের গণ্ডি পেরল পাকিস্তান। অক্ষর-কুলদীপদের ঘূর্ণি সামলে দ্রুত গতিতে রান তুলতে পারছে না রিজওয়ান-শাকিলের জুটি। ২৬তম ওভারে এসে একশো রান উঠল পাক স্কোরবোর্ডে।
বিকেল ৪:১০ উইকেট না হারালেও মন্থর গতিতে এগোচ্ছে পাকিস্তান ইনিংস। শেষ পাঁচ ওভারে তাদের সংগ্রহ মাত্র ১৬ রান। রানরেট মাত্র ৩.২। ২০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৭৯/২।
দুপুর ৩:৫৫ পাকিস্তানের বিরুদ্ধে স্লো ওভার রেট ভারতের। ফলে ম্যাচ চলাকালীনই শাস্তির মুখে পড়তে পারেন অধিনায়ক এবং গোটা ভারতীয় দল। দেড় ঘণ্টা কেটে গেলেও মাত্র ১৭ ওভার বল করেছেন ভারতীয় বোলাররা।
দুপুর ৩:৩৫ মেন ইন ব্লু ভক্তদের আশঙ্কা কাটিয়ে মাঠে ফিরলেন শামি। ১২তম ওভারে ফের বল করতে দেখা গেল তাঁকে। তবে সেই সময় কিছুক্ষণের জন্য মাঠ থেকে বেরন রোহিত। দলকে নেতৃত্ব দেন শুভমান গিল। ১৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬৩/২।
দুপুর ৩:২০ অধিনায়ক রিজওয়ান নেমেই চার মারলেন কুলদীপকে। ৫০ রানের গণ্ডি পেরল পাকিস্তান। পাওয়ার প্লের শেষে পাকিস্তানের স্কোর ৫২/২।
দুপুর ৩:১৭ পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন। অক্ষর প্যাটেলের দুরন্ত থ্রোয়ে আউট হলেন ইমাম-উল-হক। ১০ রানে আউট হলেন ওপেনার। পরপর দুই উইকেট হারিয়ে চাপ বাড়ছে পাক ব্রিগেডের উপর।
দুপুর ৩:১০ প্রথম সাফল্য ভারতের। বাবর আজমকে আউট করলেন হার্দিক পাণ্ডিয়া। ২৩ রান করে প্যাভিলিয়নে পাক ওপেনার। ম্যাচের প্রথম ক্যাচটি নিলেন রাহুল। স্কোরবোর্ডে ৪১ রান।
দুপুর ২:৫৫ প্রথম পাঁচ ওভার শেষে পাকিস্তানের স্কোরবোর্ডে ২৫। সপ্তম ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩১। কিন্তু মাঠে ফিরতে পারেননি শামি। তাঁর পরিবর্তে ফিল্ডিং করছেন শামি।
দুপুর ২:৪৭ তৃতীয় ওভারে ৪ রান দিলেন শামি। বল করতে গিয়ে ফের ব্যথা অনুভব করলেন শামি। অস্বস্তি নিয়েই ওভার শেষ করেন। তারপর চিকিৎসা করাতে মাঠের বাইরে বেরতে হয় তারকা পেসারকে।
দুপুর ২:৪২ দ্বিতীয় ওভারে হর্ষিত রানাও একটি ওয়াইড দিলেন। আপাতত পাকিস্তানের স্কোরবোর্ডে ১০ রান।
দুপুর ২:৩৫ প্রথম ওভারে বল করলেন শামি। পাকিস্তানের হয়ে ওপেন করতে নেমেছেন বাবর আজম এবং ইমাম-উল-হক। পাঁচটি ওয়াইড দিলেন তারকা পেসার। ৬ রান উঠল পাক স্কোরবোর্ডে।
দুপুর ২:৩০ মাঠে নামার আগে ভারত-পাক সৌহার্দ্যের ছবি। একে অপরের পিঠ চাপড়ে দিলেন বিরাট কোহলি এবং বাবর আজম।
দুপুর ২ টসে হারলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ানের। রোহিত অবশ্য জানালেন, প্রথমে ব্যাট করতে চেয়েছিলেন তিনিও। এদিন অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে টিম ইন্ডিয়া। তবে পাকিস্তানের একাদশে বদল রয়েছে। চোট পেয়ে ছিটকে যাওয়া ফখর জামানের বদলে প্রথম একাদশে ইমাম-উল-হক।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি।
পাকিস্তান প্রথম একাদশ: বাবর আজম, ইমাম-উল-হক, সউদ শাকিল, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), সলমন আঘা, তাইয়ান তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আবরার আহমেদ।
দুপুর ১:৩০- চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই। কিন্তু ভারত-পাক ম্যাচের উত্তাপ থেকে দূরে থাকলেন না জশপ্রীত বুমরাহ। দুবাইয়ে গ্যালারি থেকে সমর্থনের জন্য উপস্থিত ভারতীয় পেসার। পরে মাঠে নেমে বিরাটদের সঙ্গে কথাও বলেন।
দুপুর ১:১৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেগাম্যাচের জন্য টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানাতে বিশেষ স্যান্ড আর্ট বানালেন সুদর্শন পট্টনায়েক।
দুপুর ১ দুবাইয়ের মহারণের জন্য প্রস্তুত প্রয়াগরাজও। ভারত-পাক ম্যাচের আগে ফুটছেন ক্রিকেটপ্রেমীরা। রোহিত ব্রিগেডের জয়ের প্রার্থনায় ভক্তরা বিশেষ পুজো দিলেন মহাকুম্ভে। বিশেষ আরতিও হয়েছে টিম ইন্ডিয়ার সমর্থনে।