সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে সমস্যার শেষ নেই। এর আগে বিপিএলে গড়াপেটার অভিযোগ উঠেছে। সেটা বন্ধ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদিচ্ছা আছে ঠিকই, তবে তা রীতিমতো প্লেয়ারদের বিরক্ত করে। এমনকী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটারকে রীতিমতো ঘুম থেকে ডেকে তুলে বিরক্ত করা হচ্ছে। হতাশা প্রকাশ করলেও বাঁচার কোনও উপায় নেই।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে ঢাকা ক্যাপিটালস। সিলেটে বিপিএলের ম্যাচের আগে ঢাকার অধিনায়ক মহম্মদ মিঠুন অভিযোগ তুলেছেন, তাঁর দলের ক্রিকেটারদের বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে। ফিক্সিং বন্ধ করতে এবার বিপিএল কঠোর অবস্থান নিয়েছে। কিন্তু বিসিবি'র ইন্টেগ্রিটি ইউনিট কোনও আইসিসি নিয়ম মানছে না। ঢাকা দলের বক্তব্য, তাদের 'চরিত্রহননের' চেষ্টা চলছে।
যার শিকার রহমানউল্লাহ গুরবাজ। আফগান ক্রিকেটার গত বছরও তিনি কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে জানানো হয়, কীভাবে গুরবাজকে 'হেনস্তা' করা হচ্ছে। দলের সিইও আতিক ফাহাদ বলেন, "কাল গুরবাজ ভালোভাবে ঘুমাতে পারেনি। সকালে ঘুমাতে গিয়েছে। তার একটু পরই কয়েকজন টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে গুরবাজের ঘরে ঢুকে পড়ে। গুরবাজ পরে বিরক্ত হয়ে আমাকে বলেন, এগুলো কী হচ্ছে?" তারপর গুরবাজের ফোন পরীক্ষা করা হয়।
ঢাকার তরফ থেকে ইন্টেগ্রিটি ইউনিটকে বলা হয়, এভাবে কোনও ক্রিকেটারের ঘরে ঢোকা যায় না। আগে ম্যানেজমেন্টকে জানাতে হয়। এখানেই তাদের 'উৎপাত' শেষ হয়নি। এমনকী ম্যাচের মাঝেও এক ক্রিকেটারকে তলব করা হয় বলে অভিযোগ। ঢাকা ক্যাপিটালসের বক্তব্য, এটা শুধু তাদের সঙ্গে হচ্ছে। যা উদ্দেশ্যপ্রণোদিত ও তাদের চরিত্রহননের চেষ্টা।
