সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতিয়েছিলেন নাচের ছন্দে। তারপর ২২ গজ মাতালেন ব্যাট হাতে। সবমিলিয়ে শনিবারের ইডেনের নায়ক ছিলেন বিরাট কোহলি। দিনের শেষে ম্যাচ জয়ের হাসি ঠোঁটে ঝুলিয়ে ইডেন ছেড়েছেন তিনি। কিন্তু কোন মন্ত্রে কেকেআরকে হারাল আরসিবি? সেই মন্ত্র ফাঁস করতে গিয়েই উঠে এল শাহরুখের অবদান।

কেকেআরের বিরুদ্ধে বিরাটের ব্যাটিং রেকর্ড বেশ ভালো। শনিবারের ম্যাচে নামার আগে ৩৪টি ম্যাচে ৯৬২ রান করেছিলেন। আর শনিবারের ম্যাচে অপরাজিত থাকলেন ৫৯ রানে। সেই ইনিংসে ভর করেই ইডেনে একাধিক রেকর্ড গড়েছেন কিং কোহলি। কেকেআরের বিরুদ্ধে তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০০০ রান করলেন তিনি। এছাড়াও আইপিএলের ইতিহাসে চারটি দলের বিরুদ্ধে হাজার রান করা প্রথম ক্রিকেটার হিসেবে উঠে এলেন বিরাট। সেই চারটি দল হল, চেন্নাই, দিল্লি, পাঞ্জাব ও কেকেআর। আইপিএল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রানের রেকর্ড এমনিতেও রয়েছে বিরাটের নামে।
মূলত বিরাট ঝড়েই লণ্ডভণ্ড হয়ে গিয়েছে কেকেআর বোলিং লাইন আপ। চেজমাস্টারের দাপটে ৭ উইকেটে ম্যাচ জিতে ইডেন ছাড়ে আরসিবি। কিন্তু ধারে ভারে এগিয়ে থাকা গতবারের চ্যাম্পিয়নকে কীভাবে হারাল বিরাট ব্রিগেড? ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর সেই নিয়ে বিশেষ বার্তা দেন আরসিবির ব্যাটিং কোচ দীনেশ কার্তিক। কীভাবে কেকেআরবধ সম্ভব হল? কার্তিকের কথায়, "দারুণ নাচের ছন্দে আজকের সন্ধেটা শুরু করেছিল একজন। মনে হয় ওই নাচ থেকেই ওর ফুটওয়ার্কটা অনেক ভালো হয়েছে।"
তবে ইয়ার্কির পাশাপাশি বিরাটের রান তাড়ার ক্ষমতাকেও কুর্নিশ জানাতে ভোলেননি দীনেশ। ড্রেসিংরুমে তিনি বলেন, "বিরাট চেজমাস্টার-সেটা থেকেই তরুণদের শেখা উচিত যে, খেলার কোন সময়ে কীভাবে ব্যাট করতে হয়। শুরুতে আগ্রাসী ব্যাটিং করলেও এমন একটা সময় আসে খেলার মধ্যে, যখন শুধু ক্রিজে টিকে থাকতে হয়। ব্যাটারদের কাছে এটাই কাম্য।" পরের ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে আরসিবি। সেখানেও বিরাটদের জয়ের ধারা অব্যাহত থাকবে?