সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলিব্রিটিদের বহুরূপী প্রতিভার প্রকাশ পাচ্ছে লকডাউনে। ঘরবন্দি হয়ে কোনও অভিনেত্রী সুস্বাদু খাবারের পদ বানাচ্ছেন তো কোনও ক্রিকেটার মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে নাচছেন। কেউ আবার পেশাদার হেয়ারস্টাইলিশ হয়ে উঠেছেন। এরই মধ্যে ফের নজর কাড়লেন ডোয়েন ব্রাভো। ফের তাঁর গলায় শোনা গেল নতুন গান। তবে সে গানের সঙ্গে সরাসরি যোগ রয়েছে ভারতের।
মাঠের মতো ব্রাভোর মাঠের বাইরের জীবনটাও বেশ রঙিন। বাইশ গজে ব্যাট বা বল হাতে ঝড় তোলা ছাড়াও তাঁর আর একটা বড় গুণের কথা তো সকলেরই জানা। অসাধারণ গান করেন তিনি। জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল তাঁর ‘চাম্পিয়ন’ গানটি। দিন কয়েক আগে আবার করোনার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর গান গেয়ে বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করেছিলেন তিনি। দৃঢ় কণ্ঠে গেয়ে উঠেছিলেন, ‘We not giving up’। অর্থাৎ এত সহজে ‘হাল ছাড়ব না আমরা’। গানের কথায় ফুটে উঠেছিল বর্তমান লকডাউনে থাকা বিশ্বের অসহায় ছবিটা। চতুর্দিকে যেন শ্মশানের নীরবতা। তবে এবার করোনা নয়, একেবারে অন্যরকম গান বাঁধলেন তিনি। যা শুনে দারুণ খুশি ভারতীয় ক্রিকেটভক্তরা। কারণ এবার মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে গান বেঁধেছেন ক্যারিবিয়ান তারকা।
[আরও পড়ুন: লকডাউনে নয়া লুক! মাথা নেড়া করে অনুরাগীদের অবাক করলেন কপিল দেব]
দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকলেও ধোনির জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বরং প্রাক্তন ভারত অধিনায়কের প্রত্যাবর্তনের আশায় দিন গুণছেন অনুরাগীরা। আর ‘হোম কোয়ারেন্টাইন’ অবস্থায় সেই মাহিকে নিয়েই গান গেয়ে ভারতীয়দের মন জয় করলেন ব্রাভো। দীর্ঘদিন ধরে আইপিএলে চেন্নাই সুপার কিংসে একসঙ্গে খেলছেন ব্রাভো ও ধোনি। তাই মাহির সঙ্গে বন্ধুত্ব বেশ নিবিড় তাঁর। এবার গানে গানেই নিজের ক্যাপ্টেনকে ভালবাসা জানালেন তিনি। গানের প্রতিটি লাইনে ধোনির প্রশংসা। জোড়া বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কতটা জনপ্রিয়, তা ব্রাভোর গানের কথাতেই স্পষ্ট। গানের নাম এমএস ধোনি, নম্বর ৭।
গানটি গেয়ে সেই ভিডিও পোস্ট করেছেন ব্রাভো। কখনও মাহিকে চেন্নাইয়ের থালাইভা বলে সম্বোধন করেছেন, তো কখনও বলছেন, ধোনির জন্য গোটা রাঁচি মাহি-মাহি ধ্বনি তোলে। সবমিলিয়ে লকডাউনেও দুই দেশে বসে অটুট রয়েছে দুই তারকা বন্ধুত্ব।
[আরও পড়ুন: চ্যাম্পিয়ন মোহনবাগানই, লিগ কমিটির প্রস্তাবে সায় ফেডারেশনের কার্যকরী কমিটির]
The post এবার ধোনির জন্য গান বাঁধলেন ব্রাভো, ভিডিও দেখে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা appeared first on Sangbad Pratidin.
