সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মৃতি মন্ধানা এবং পলাশ মুছলের বিয়েটা কি আদৌ হবে? ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে আমজনতা, সকলের মনেই রয়েছে এই প্রশ্ন। 'পালরিতি' নাকি আগামী সপ্তাহেই বিয়ে করে ফেলবেন, ছড়িয়েছে সেই জল্পনাও। এহেন পরিস্থিতিতে ইঙ্গিতবাহী পোস্ট করল ক্রেয়নজ এন্টারটেনমেন্ট। স্মৃতি-পলাশের বিয়ের পুরো আয়োজনের দায়িত্বে ছিল এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা।
সবকিছু ঠিক থাকলে গত ২৩ নভেম্বর বিয়ে হয়ে যেত স্মৃতি এবং পলাশের। কিন্তু ওইদিনই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। সঙ্গে সঙ্গে তাঁকে সাংলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিনই শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পলাশকেও। প্রাথমিকভাবে জানা যায়, ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতাল যেতে হয়েছিল তাঁকে। তারপর সাংলি থেকে মুম্বইতে সরিয়ে আনা হয় পলাশকে। পরপর কনসার্ট এবং বিয়ের ধকল সামলাতে না পেরেই পলাশ অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাও শোনা যায়।
প্রায় চারদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পান স্মৃতির বাবা এবং পলাশ দু’জনেই। কিন্তু পলাশের সঙ্গে আদৌ ভারতীয় ব্যাটার গাঁটছড়া বাঁধবেন কি না, সেই নিয়েও জল্পনার শেষ নেই। কারণ বিয়ের কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা তুঙ্গে। ফাঁস হয়েছে অন্য এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটও। তবে যাবতীয় তিক্ততা ভুলে আবার এক হবেন স্মৃতি-পলাশ, এই জল্পনাও ঘোরাফেরা করছে নেটদুনিয়ায়। যদিও স্মৃতির দাদা সাফ জানিয়েছেন, বিয়ে আপাতত স্থগিত।
এহেন পরিস্থিতিতে ক্রেয়নজ এন্টারটেনমেন্টের তরফে ইনস্টাগ্রামে পোস্ট করা হয় এক ইঙ্গিতবাহী মন্তব্য। লেখা হয়, 'জীবনের যে ম্যাচগুলোয় আমরা নামি, সেগুলোতে সবসময় ফিনিশিং লাইন পেরনো সম্ভব হয় না। কিন্তু খেলোয়াড়ি মানসিকতাটাই আসল। আমাদের টিম খুব ভালো খেলেছে, তাই ওদের যথেষ্ট সম্মান প্রাপ্য।' এই বার্তার সঙ্গে আরও লেখা হয়েছে, খুব তাড়াতাড়ি আবারও সাক্ষাৎ হবে চ্যাম্পিয়নের সঙ্গে। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি পালরিতির বিয়েটা পাকাপাকিভাবে ভেঙে গেল? সেকারণেই কি ফিনিশিং লাইন না পেরনোর উপমা দিল ম্যানেজমেন্ট সংস্থা?
