সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর সঙ্গে শুভমান গিলের সম্পর্ক নিয়ে চর্চা চলে বছরভর। প্রকাশ্যে একসঙ্গে দেখা না গেলেও, তাঁদের সম্পর্ক নিয়ে চলে গুঞ্জন। আবার কখনও প্রকাশ্যে আসে সারা তেণ্ডুলকরের সঙ্গে দূরত্বের কথাও। এবার সত্যিই কি সব কিছু চুকেবুকে গেল দুজনের মধ্যে? নেটদুনিয়ায় কিন্তু সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তাঁদের সম্পর্কের পরিস্থিতি যেন অনেকটা কখনও মেঘ, কখনও বৃষ্টি। শচীন-কন্যার সঙ্গে ভারতীয় ক্রিকেটের 'প্রিন্সে'র সম্পর্ক নিয়ে জল্পনা তো আজ থেকে নয়। কখনও স্টেডিয়ামে উপস্থিত হন সারা। সেটা যে শুধুমাত্র শুভমানের টানেই, সেরকম কানাঘুষোও চলে। আবার কখনও শুভমানের সঙ্গে জুড়ে যায় আরেক সারার নাম। তিনি সারা আলি খান। যদিও নিজের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি শুভমান।
তবে নেটদুনিয়ায় তো গোয়েন্দার অভাব নেই। তাঁদের নতুন 'আবিষ্কার'- শুভমান আর ইনস্টাগ্রামে সারা তেণ্ডুলকরকে ফলো করেন না। ভারতীয় ক্রিকেটারের ইনস্টা ফলোয়িংদের মধ্যে নেই সারা। নেট গোয়েন্দাদের আরও আবিষ্কার, একই কাণ্ড করেছেন শচীনকন্যাও। তিনিও এখন আর শুভমানকে ফলো করেন না। তাহলে কি প্রেমকাহিনি শেষ? প্রশ্ন নেটিজেনদের।
তবে আরও একটি প্রশ্ন তুলছে নেটদুনিয়া। কবে তাঁরা একে অপরকে ফলো করতেন সেটাও জানতে চেয়েছেন অনেকে। আবার অনেকের বক্তব্য, এই 'দুঃখে' শুভমান আরও ভালো খেলবে। এবার সেঞ্চুরি আসবেই গুজরাট জায়ান্টসের অধিনায়কের ব্যাট থেকে। অনেকে আবার তাঁদের জুটি 'ভাঙতে' দেখে কষ্টও পেয়েছেন। কিন্তু সত্যিটা কী? সেটা তো শুধু তাঁরাই জানেন।
