shono
Advertisement
Ananya Bangar

বাবার আদেশে ক্রিকেট বন্ধ, এসেছিল আত্মহত্যার ভাবনাও! ফের বিস্ফোরক লিঙ্গ বদলে ফেলা বাঙ্গারের মেয়ে

বাবা সঞ্জয় বাঙ্গারকে নিয়ে কোনও কথাই বলতে চান না অনয়া।
Published By: Arpan DasPosted: 04:29 PM Apr 19, 2025Updated: 04:29 PM Apr 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সময়ে খেলেছিলেন যশস্বী জয়সওয়াল, মুশির খানের সঙ্গে। কিন্তু লিঙ্গ পরিবর্তন করার পর ক্রিকেটার হওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় অনয়া বাঙ্গারের। বাবা সঞ্জয় বাঙ্গার নাকি স্পষ্টই বলেছিলেন, ক্রিকেটে তাঁর আর কোনও জায়গা নেই। পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছে যে, ভারতের প্রাক্তন ক্রিকেটারকে নিয়ে কথাও বলতে চান না মেয়ে অনয়া। এমনকী তাঁর মাথায় এসেছিল আত্মহত্যার ভাবনাও।

Advertisement

অনয়া ২০২১ সালে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন। সেই মতো ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি’ও হয় তাঁর। দীর্ঘ ১০ মাসের প্রক্রিয়া শেষে আরিয়ান থেকে অনয়া হয়েছেন তিনি। গত বছর নিজেই জানিয়েছিলেন লিঙ্গ পরিবর্তনের কথা। সম্প্রতি তাঁর মন্তব্যে ক্রিকেট জগত কেঁপে গিয়েছে। এবার ফের বিস্ফোরক বাঙ্গার-তনয়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন। সেখানে তাঁকে বাবা সঞ্জয় বাঙ্গার সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, "আপনি বলেছিলেন, আপনার বাবা ক্রিকেট খেলতে বারণ করেছিলেন। কারণ ক্রিকেটে আপনার জন্য আর কোনও জায়গা নেই।"

উত্তরে অনয়া বলেন, "আমি এই সাক্ষাৎকারে বাবাকে নিয়ে কোনও কথা বলতে চাই না। উনি আমাকে স্পষ্ট বলেছিলেন, ক্রিকেটে আমার দরজা বন্ধ। আমার মাথায় আত্মহত্যার ভাবনা এসেছিল। মনে হয়েছিল গোটা দুনিয়া আমার বিরুদ্ধে। আমি লিঙ্গ পরিবর্তন করায় সমাজে যেন আমার আর কোনও ঠাঁই নেই। এমনকী আমার জন্য ন্যূনতম সুযোগ-সুবিধা পর্যন্ত ছিল না। হয়তো এখনও পরিবারে আমার জায়গা আছে। কিন্তু বাইরে সমাজ বা ক্রিকেটের জগতে আমি নিঃসঙ্গ।"

এর আগে অনয়া বলেছিলেন, “আমি যেমন অনেকের সমর্থন পেয়েছি, তেমনই হয়রানিরও শিকার হতে হয়েছে। কিছু ক্রিকেটার তো আমাকে নগ্ন ছবি পাঠাত। একজন সবার সামনে গালিগালাজও করেছিল। সে আবার আমার পাশে বসে ছবি তুলতে চাইত। এমন আরও উদাহরণ রয়েছে। কিছুদিন আগে ভারতে গিয়েছিলাম। তখন এক সিনিয়র ক্রিকেটারকে আমার পরিস্থিতি সম্পর্কে বলি। সেই ক্রিকেটার আমাকে বলে, গাড়িতে চলো। তোমার সঙ্গে শুতে চাই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক সময়ে খেলেছিলেন যশস্বী জয়সওয়াল, মুশির খানের সঙ্গে। কিন্তু লিঙ্গ পরিবর্তন করার পর ক্রিকেটার হওয়ার স্বপ্ন শেষ হয়ে অনয়া বাঙ্গারের।
  • বাবা সঞ্জয় বাঙ্গার নাকি স্পষ্টই বলেছিলেন, ক্রিকেটে তাঁর আর কোনও জায়গা নেই।
  • পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছে যে, ভারতের প্রাক্তনকে নিয়ে কথাও বলতে চান না মেয়ে অনয়া।
Advertisement