shono
Advertisement
Gautam Gambhir

পহেলগাঁও হামলার পর নিশানায় গৌতম গম্ভীর! টিম ইন্ডিয়ার হেড কোচকে খুনের হুমকি 'আইসিস কাশ্মীরে'র

'তোমাকে খুন করব', হুমকি বার্তা গম্ভীরকে।
Published By: Subhajit MandalPosted: 09:34 AM Apr 24, 2025Updated: 01:57 PM Apr 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) দু'দিন পর ফের জেহাদি কার্যকলাপের আশঙ্কা। এবার নিশানায় টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টিম ইন্ডিয়ার হেড কোচকে খুনের হুমকি 'আইসিস কাশ্মীর' নামের সংগঠনের। 'প্রাণভয়ে' দিল্লি পুলিশের দ্বারস্থ গম্ভীর।

Advertisement

টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনারের দাবি, আইসিস কাশ্মীর নামের এক সংগঠনের তরফে ইমেল পাঠিয়ে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। তিনি ২২ এপ্রিল মোট দুটি ইমেল পেয়েছেন। দুটি ইমেলেই লেখা 'আই কিল ইউ।' অর্থাৎ আমি তোমাকে হত্যা করব। ইতিমধ্যেই ওই ইমেলের কপি দিল্লি পুলিশের কাছে জমা দিয়েছেন গম্ভীর। পুলিশের কাছে নিজের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভারতীয় দলের হেডকোচ। দিল্লি পুলিশ এই হুমকি মেলকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। পুলিশ মনে করছে, ভারতীয় দলের হেডকোচ হওয়ার পাশাপাশি গম্ভীরের একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি প্রাক্তন বিজেপি সাংসদ এবং বর্তমানে বিজেপির সদস্য। ফলে সন্ত্রাসবাদীদের 'হিটলিস্টে' তাঁর নাম থাকা অস্বাভাবিক নয়।

তাছাড়া এই প্রথম নয়। এর আগেও বার কয়েক খুনের হুমকি পেয়েছেন। প্রতিবারই হুমকি মেইল এসেছে এই সংগঠনের তরফে। ২০২১ সাল থেকে এই নিয়ে পাঁচবার হুমকি মেল পেলেন তিনি। জেহাদি সংগঠনের তরফে প্রথমবার হুমকি পাওয়ার পরই দিল্লির পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই জঙ্গি গোষ্ঠী থেকে বারবার এই ধরনের চিঠি পাওয়ায় উদ্বেগ গোটা পরিবার। কেন প্রতিবার গম্ভীরকেই টার্গেট করা হচ্ছে, তা জানার চেষ্টা করছে দিল্লি পুলিশ।

উল্লেখ্য, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের ইসলামিক স্টেটের একটি শাখা সংগঠন আইএস কাশ্মীর৷ জম্মু ও কাশ্মীর, কেরল, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে সক্রিয় ইসলামিক স্টেট। বিশ্লেষকদের মতে, ভারত ও পাকিস্তানের অধিকারে থাকা দুই কাশ্মীরকেই খিলাফতের অধীনে আনতে চায় আইসিস। খিলাফত মানে, হানাফি বা সালাফি মতাবলম্বী ধর্মগুরুর নেতৃত্বে থেকে কঠোর ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠা করা। সত্যিই আইসিস কাশ্মীর গম্ভীরকে হুমকি দিল নাকি এটা নিতান্তই ভুয়ো ইমেল, সেটা আপাতত খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও হামলার দু'দিন পর ফের জেহাদি কার্যকলাপের আশঙ্কা।
  • এবার নিশানায় টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর।
  • টিম ইন্ডিয়ার হেড কোচকে খুনের হুমকি আইসিস কাশ্মীর নামের সংগঠনের।
Advertisement