shono
Advertisement
Gautam Gambhir

দিল্লির বাড়িতে নিমন্ত্রণ গিলদের, নৈশভোজের সঙ্গে দ্বিতীয় টেস্টের ছক কষবেন গম্ভীর?

কবে 'গুরু' গম্ভীরের নিমন্ত্রণে যাবে ভারতীয় দল?
Published By: Prasenjit DuttaPosted: 08:47 PM Oct 06, 2025Updated: 08:47 PM Oct 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র আড়াই দিনে প্রথম টেস্টে জয় পেয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস এবং ১৪০ রানে হারিয়েছেন শুভমান গিলরা। এবার সামনে দ্বিতীয় টেস্ট। যা শুরু হবে ১০ তারিখ থেকে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। তার আগে দলের টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর গোটা দলকে তাঁর নয়াদিল্লির বাসভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। 

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় টেস্ট শুরুর দু'দিন আগে অর্থাৎ ৮ অক্টোবর অরুণ জেটলি স্টেডিয়ামে বিকেলের অনুশীলন সেশনের পর গম্ভীরের বাড়িতে নৈশভোজে যাবেন শুভমান গিল, জশপ্রীত বুমরাহরা। কেবল খেলোয়াড়রা নন, নৈশভোজে আমন্ত্রিত সাপোর্ট স্টাফরাও। তবে কি নৈশভোজের সঙ্গে দ্বিতীয় টেস্টের ছক কষবেন গম্ভীর? তা অবশ্য জানা যায়নি।

আসলে সাম্প্রতিক অতীতে ঠাসা কর্মসূচিতে ব্যস্ত ছিল ভারতীয় দল। এশিয়া কাপ জিতেই ভারতীয় দলকে নেমে পড়তে হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে। মনে করা হচ্ছে, ক্রিকেটারদের মধ্যে 'কর্মভার' লাঘব করতে গম্ভীরের এই নৈশভোজের আসর অনেকটাই 'উপশম'-এর কাজ করবে। এতে দলের মধ্যে বোঝাপড়াও বাড়বে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের সমাপ্তির পরেই ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলেছে ওয়ানডে সিরিজ। অজিভূমে তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ নিয়ে এখন থেকেই উন্মাদনা। ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে সমস্ত টিকিট। ভারতের লক্ষ্য থাকবে, ক্যারিবিয়ান দলকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাত্র আড়াই দিনে প্রথম টেস্টে জয় পেয়েছে ভারত।
  • এবার সামনে দ্বিতীয় টেস্ট। যা শুরু হবে ১০ তারিখ থেকে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।
  • তার আগে দলের টিম ইন্ডিয়ার হেডকোচ গোটা দলকে তাঁর নয়াদিল্লির বাসভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। 
Advertisement